Thursday, August 7, 2025
HomeScrollIndia vs Sri Lanka : অবশেষে রবিবার সিরিজ শুরু

India vs Sri Lanka : অবশেষে রবিবার সিরিজ শুরু

Follow Us :

শুরু হতে চলেছে ভারত – শ্রীলঙ্কার সাদা বলের সিরিজ। রবিবার প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ। যে ম্যাচ হওয়ার কথা ছিল ১৩ জুলাই। লঙ্কা শিবিরে করোনা ধাক্কায় তা পিছিয়ে গেছে।

রাহুল দ্রাবিড় আর শিখর ধাওয়ানের কোচ – ক্যাপ্টেন জুটির কথা সকলের জানা। কিন্তু শ্রীলঙ্কা ক্যাপ্টেনকে জানতে গুগল এর সাহায্য
নিতে হচ্ছে। কেন হবে না! ২০১৭ সাল থেকে এখন ২০২১ , এই চার বছরে লঙ্কাবাহিনীর ১০ জন নেতা দায়িত্ব পেল আর গেল।
আরও পড়ুন- করোনা হানায় ভারত – শ্রীলঙ্কা সিরিজ পিছিয়ে গেল তিনদিন

এই ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার নেতা দাসুন শানাকা। ২০১৯ থেকে এই জাতীয় দল ৩৩ টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ৪৮ জন ক্রিকেটার। সারাক্ষন দল বদলে গেছে।

শ্রীলঙ্কার শিবিরে উঁকি মারা যাক। ৩ টি টেস্টের জন্য ২৪ জনকে বেছে দিয়েছেন নির্বাচকরা। নুতন নামের ছড়াছড়ি। দলের ব্যাটিং শক্তিই এই দলের হাতিয়ার। অভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কার প্রতিভাবান , কিছু এই দলের ব্যাটিং নিউক্লিয়াস – ধনঞ্জয়া ডি সিলভা। সদ্য সদ্য ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজ খেলে ফিরেছে দল। ধনঞ্জয় দাপটে ব্যাটিং সেরে ফিরেছেন। এবার ঘরের মাঠে দায়িত্বও তাঁর অনেক। সঙ্গে আছেন , দাসুন শনাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এসবের মধ্যে আছে, লঙ্কা বোর্ড আর ক্রিকেটারদের মধ্যে কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিরোধ।

শ্রীলঙ্কা বোলিং….

আর লঙ্কা বোলিং?
খুব কিছু আহামরি নয়। তবে ম্যাচ জেতানোর বোলার এই দলে আছে। ওয়ানিনদু হাসরঙ্গা – অন্যতম ম্যাচ উইনার বোলার। এছাড়া বাকি স্পিনাররাও আছেন । আকিলা দানাঞ্জয়া আর লক্ষণ সন্দকান। ভারতীয় ব্যাটিং কে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। আছেন দুষ্মন্ত চামিরা। এই বোলারটি ২০২১ বর্ষ শুরু থেকে নজর করেছে। দলে ফিরে এসেছেন লাহিরু কুমারা। এই জুটি পেস বোলিং আক্রমণ সমলাবে। এইসব ক্রিকেটার ছাড়াও এক ঝাঁক নুতন মুখ আছে। কিন্তু দলকে টানার সুযোগ এসেছে তাঁদের সামনে।

শ্রীলঙ্কা ব্যাটিং…

ব্যাটিং এই দলের খুব খারাপ হচ্ছে। রেকর্ড ঘাঁটলে দেখা যাচ্ছে, এখন যে ব্যাটিং গড় তা ২০১৯ সালের জানুয়ারি মাসের থেকেও খারাপ ।

শ্রীলঙ্কা নয়া নেতা…

২০১৯ সাল থেকে এই দলের ৩৩ টি ম্যাচ খেলেছে। আর ব্যবহার হয়েছে , ৪৫ জন ক্রিকেটার! এই সময়ের মধ্যে এত ক্রিকেটারদের খেলানোর রেকর্ড অন্য কোনো দেশের নেই। এমনকি রেকর্ড অধিনায়ককের ক্ষেত্রেও।২০১৭ সাল থেকে ৫০ ওভারের ম্যাচে এবার নামতে চলেছেন দশম নেতাটি।

ভারতীয় শিবির….

ভারতীয় শিবিরও কিন্তু অন্য দল নিয়ে লড়তে নামছে। আই পি এলের দৌলতে অনেক নাম আজ চেনা। অথচ, প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলে বসেছেন, ‘শ্রীলঙ্কায় যে ভারতীয় দল এসেছে, তা সেরা দল নয়। এটি দ্বিতীয় সারির দল। এমনকি দেশের ক্রীড়ামন্ত্রী বা ক্রিকেট প্রশাসকরা তা জানেন কিনা জানতে চেয়ে, সিরিজ নিয়ে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন। নিজেদের ক্রিকেটের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে , ভারতের বি দলের বিপক্ষে সেরা দল না নামতে বলেছেন।
কে বলেছেন? শ্রীলঙ্কার একমাত্র বিশ্বকাপ জয়ী দলের নেতা!

শ্রীলঙ্কা কিন্তু সেরা দল নিয়ে এই সিরিজে নামতে পারছে না। তিন ক্রিকেটার সাসপেন্ড , ইংল্যান্ড সিরিজে কোভিড নীতি না মানায়। বোর্ডের সংঘাতে এক সিনিয়র ক্রিকেটার অবসর নিতে চলছেন বলে ঘোষণা করে বসে আছেন। দলের প্রথম উইকেটকিপার প্রাকটিসে চোট পেয়ে সরে গেছেন।

রনতুঙ্গা যা বলছেন, তাতে তো শ্রীলঙ্কার দারুণ সুযোগ । ভারতের বি টিমকে হারিয়ে ৩০ টি সুপার লিগ পয়েন্ট পেয়ে আই সি সি রাঙ্কিং ভালো করে নেওয়ার।
কিন্তু ভারতের এই ‘বি’ টিমকেও হারানো সহজ হবে না। এক তো রাহুল দ্রাবিড় কোচ হয়ে এই প্রথম বিদেশ সফরে গেছেন। সঙ্গে শিখর ধাওয়ান, পৃথ্বী শাহ, ভুবনেশ্বর কুমার, চাহাল, কুলদীপ, সূর্যকুমার , হার্দিক দের মতন সব ক্রিকেটার। বরঞ্চ, ভারতীয় দলের সকলে মুখিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা কিছু করে দেখাতে।

এই সিরিজটি হওয়ার কথা ছিল, ২০২০ জুনে । করোনা হানায় পিছিয়ে অগষ্ট হয়েছিল। হচ্ছে এবার। এই সিরিজ ঢুকে আছে, আই সি সি পুরুষদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে ( CWC)। ইংল্যান্ডে কোহলিরা টেস্ট নিয়ে ব্যস্ত। তাই বিসিসিআই এইভাবে দল সাজিয়ে শ্রীলঙ্কা পাঠিয়েছে।

নেতা ধাওয়ান দল নিয়ে কলম্বো পৌঁছে গেছেন ২৮ জুনে। কোয়ারানটাইন কাটিয়ে প্রস্তুতি শুরু করে দেন ঠিক সময়। কিন্তু ইংল্যান্ড ফেরত শ্রীলঙ্কা দলে কয়েকজন করোনা আক্রান্ত হয়ে পড়ায় খেলার সূচী বদলে গেছে। ১৩ জুলাই শুরু না হয়ে ১৮ জুলাই থেকে সিরিজ শুরু হচ্ছে।

* দিনরাতের ম্যাচ। শুরু ভারতীয় সময় বেলা ৩ তে। সরাসরি দেখা যাবে,সনি টেন স্পোর্টস ও ডিডি স্পোর্টসে।

ছবি: সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ফাঁকা বুলি আর কতবার? কাশ্মীরে মিথ্যের পাহাড়
00:49
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ৩৭০ বিলোপ হল, কাশ্মীরে কী শান্তি ফিরল?
01:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39