হ্যাংঝৌ: এশিয়ান গেমসে (Asian Games 2023) শনিবারটা যেন সোনার দিন। দিনের শুরুতে সোনা জিতেছিল ভারতের মহিলা কাবাডি (Kabaddi) দল। তারপর সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি এনে দিলেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে। নজর ছিল পুরুষদের ক্রিকেটে, সেখানেও সোনা জিতল ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দল। তবে আফগানিস্তানকে (Afghanistan) ঠিক হারিয়ে সোনা জেতা হয়নি। বৃষ্টিতে খেলা ভেস্তে যায়। এশিয়াডের নিয়মানুযায়ী বাছাই তালিকায় আফগানদের উপরে থাকা ভারত সোনা জেতে।
এদিন টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। ১৮.২ বলে পাঁচ উইকেট হারিয়ে ১১২ রান করেছিল আফগানরা। মাত্র ৫২ রানে পাঁচ উইকেট পড়ে গেলেও শাহিদুল্লা এবং অধিনায়ক গুলবাদিন সামলে নেন। খেলা যে রকম চলছিল তাতে ১২৫-১৩০ তুলে দিতেই পারত তারা। কিন্তু ওই সময় বৃষ্টি নামে। যত সময় যায় বৃষ্টির প্রাবল্য তত বাড়ে। বাধ্য হয়ে খেলা বানচাল করতে বাধ্য হন আম্পায়াররা। এশিয়াডের নিয়মে সোনা জেতেন রিঙ্কু সিংরা (Rinku Singh)। ভাগ্যকে দোষ দিতেই পারেন গুলবাদিনরা।
আরও পড়ুন: সাত্ত্বিক-চিরাগ জুটির ব্যাডমিন্টনে সোনা
– World Cup in 1983.
– CT in 2002. (Shared)
– T20 World Cup in 2007
– World Cup in 2011.
– CT in 2013.
– Asian Games Gold in 2023.Indian Men’s senior team continues to bring glory for ??. pic.twitter.com/d9qbXKmTAv
— Johns. (@CricCrazyJohns) October 7, 2023
এদিন ব্যাডমিন্টনে রচিত হল ইতিহাস। এই প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতলেন ভারতীয় শাটলাররা। রুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি (Sattwik Sairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)। ফাইনালে তাঁরা ২১-১৮, ২১-১৬ ফলে হারালেন দক্ষিণ কোরিয়ার (South Korea) চোই সোলগিয়ু এবং ইম ওনহো জুটিকে।
এর আগে এই কোরীয় জুটির সঙ্গে দু’বার খেলেছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। দু’বারই হারিয়েছিলেন তাঁদের। গত বছর ফ্রেঞ্চ ওপেন (French Open) সেমিফাইনালের ফল হয়েছিল ২১-১৮। এ বছর মালয়েশিয়া ওপেনের (Malaysia) রাউন্ড অফ ৩২-এ ভারতীয় জুটি জেতে ২১-১৬, ২১-১৩ ফলে। অতীত অভিজ্ঞতার কারণে আত্মবিশ্বাস ছিলই। এশিয়ান গেমসের ফাইনালে সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই জিতলেন তাঁরা। প্রথমবার এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতল ভারত।