চেন্নাই: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) আদালত অবমাননার মামলায় আইপিএস অফিসার (IPS Officer) সম্পত কুমারকে ১৫ দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ধোনি। তবে এই রায়ের উপর ৩০ দিন স্থগিতাদেশ থাকবে। রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করার জন্য অফিসারকে এই সময় দিয়েছে বিচারপতি এসএস সুন্দর ও বিচারপতি সুন্দর মোহনের ডিভিশন বেঞ্চ।
ধোনির বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচ গড়াপেটা এবং জুয়ার অভিযোগ আনেন সম্পত কুমার। এই ঘটনা ২০১৩ সালের। এই নিয়ে একাধিক সংবাদমাধ্যমে ধোনির নামে বদনাম করেন আইপিএস অফিসার। এরপর অফিসারের বিরুদ্ধে মানহানির মামলা করেন ধোনি।
আরও পড়ুন: মহম্মদ শামির দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনিশ্চয়তা!
কুমার আইপিএল তদন্তের শুরুতে যুক্ত ছিলেন। আদালতে ধোনির আবেদন ছিল, তিনি এবং অন্যান্যরা ভবিষ্যতে যেন এমন মানহানিকর মন্তব্য না করেন। সেই সূত্রে কুমার সহ অন্যান্যরা আদালতে লিখিত বক্তব্য পেশ করেন। কিন্তু সেই লিখিত বক্তব্যেও কুমার মানহানিকর মন্তব্য করেছেন বলে ধোনি আদালত অবমাননার মামলা করেন।