আইএসএলে ফুটবলারদের পায়ে এবার অস্ত্র| না ঢাল, তলোয়াড় নয়| আইএসএলের অফিসিয়াল ফুটবলের নামই হয়েছে অস্ত্র| শনিবারই প্রকাশ্যে এল আইএসএলের অফিশিয়াল ফুটবল |
প্রতিবারই অফিশিয়াল বলে কোনও না কোনও চমক থাকে| এবারও তার অন্যথা হয়নি| বরং এবারেরটা একটু বেশিই আলাদা| আইসএলের অফিশিয়াল ফুটবলে এবার ইতিহাসের ছোঁয়া| ফুটবল মাঠ মানেই যুদ্ধ| হাতে অস্ত্র, শস্ত্র অবশ্য থাকে না ঠিকই, কিন্তু ৯০ মিনিট চলে হার না মানা এক লড়াই|
তাই আইএসএলের মাঠে এবার ফুটবলেই অস্ত্র| শনিবার যে অফিশিয়াল বল প্রকাশ্যে এসেছে, সেখানে রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত নানান অস্ত্র, শস্ত্রের গ্র্যাফিতি| লাল এবং নীল রঙয়ের গ্র্যাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে নানান অস্ত্রের কারুকার্য|
ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে মিল রেখেই এবারের বল তৈরির কথা ভেবেছিলেন আইএসএল কর্তৃপক্ষ| তাই তো সংস্কৃত ভাষা থেকে অস্ত্র নামটাই বেছে নেওয়া হয়েছে অফিশিয়াল ফুটবলের জন্য|
ইতিমধ্যেই সেই বল দেখে আপ্লুত ফুটবল প্রেমীরা| ১৯ নভেম্বর ই বল পায়েই প্রথমবার আইএসএলের মঞ্চে নামবে এটিকে-মোহনবাগান ফুটবলাররা|