ইউরো কাপে খেলার অভিজ্ঞতা দিয়েই এটিকে-মোহনবাগানকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে চান কাউকো| সেই প্রস্ততিতেই এখন ব্যস্ত তিনি| ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে নেমেছলেন তিনি|
ইউরোর মঞ্চ থেকেই সরাসরি এটিকে-মোহনবাগানে শিবিরে যোগ দিয়েছেন এই ফিনল্যান্ডিয়ান তারকা| আগামী ১৮ অগস্ট থেকে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে নামবে এটিকে-মোহনবাগান| সেই মঞ্চে ইউরাকাপের অভিজ্ঞতা নিয়ে দলকে সাহায্য করতে প্রস্তুত জনি কাউকো|
যুবভারতী সংলগ্ন প্রস্তুতি মাঠে সেই অনুশীলনেই ব্যস্ত তিনি| সেইসঙ্গে যত শীঘ্র সম্ভব ভারতের আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফিনল্যান্ডের এই তারকা| যদিও দ্বিতীয় সপ্তাহে তাঁর কাছে সবকিছু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে|
জোরকদমে চলছে সবুজ-মেরুন ব্রিগেডের প্রস্তুতি| এএফসির চ্যালেঞ্জ সামলাতে কোনওরকম ত্রুটি রাখতে চাইছেন না আন্তোনিও লোপেজ হাবাস| আর সেই লক্ষ্যে কাউকো যে তাঁর অন্যতম অস্ত্র হতে চলেছে তা বেশ স্পষ্ট|
সব জায়গায় খেলতে পারলেও, এএফসিতে কাউকোকে বক্স টু বক্স এবং মাঝমাঠেই ব্যবহার করতে চাইছেন হাবাস| প্রস্তুতিও চলছে সেইভাবেই|