Sunday, August 17, 2025
HomeCurrent NewsJWC: বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে ভারতের যুব দল

JWC: বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে ভারতের যুব দল

Follow Us :

যে রক্ষণভাগের জন্য যুব হকি বিশ্বকাপের(JWC) প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল, সেই রক্ষণই ত্রাতার ভূমিকা পালন করল কোয়ার্টার ফাইনালে। বুধবার ভারত ১-০ গোলে হারিয়ে দিল বেলজিয়ামকে। জয়ের একমাত্র গোলটি পেনাল্টি কর্নার থেকে করেন শার্দানন্দ তিওয়ারি।বিশ্ব রাঙ্কিংয়ে পয়লা নম্বরে থাকা বেলজিয়ামকে টপকে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল ভারত। এবার ফাইনালে পৌঁছে যাওয়ার লড়াইয়ে সামনে জার্মানি।

আরও পড়ুন: মুম্বই সিটির কাছে পাঁচ গোল খেল এটিকে মোহনবাগান

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এবারের টুর্নামেন্টের সেরা ম্যাচ হয়ে গেলো হয়তো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বেলজিয়ামকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হার দিয়ে টুর্নামেন্টের শুরু হয়েছিল ভারত।

ম্যাচের ২১ মিনিটে ভারতের শার্দানন্দ তিওয়ারি করা একমাত্র গোল এদিন‌ দুই দলের ভাগ্য নির্ধারণ করে দিল। উল্লেখ্য ২০১৬ সালে লখনউতে আয়োজিত জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়াম দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে গিয়েছিল ভারত। এবার সেই বেলজিয়ামকে হারিয়েই তারা পৌঁছে গেল সেমিফাইনালে।

ম্যাচে সারাক্ষণ দুই দলের ডিফেন্সই যাবতীয় নজর কেড়ে নেয়। ডিফেন্ডারদের সুন্দর মার্কিং ভোঁতা করে দেয় দুই দলেরই একাধিক গোলমুখী আক্রমণ। ভারত বনাম বেলজিয়াম ম্যাচ সাক্ষী থাকল দুই দলের অসম্ভব ভালো ম্যান মার্কিংয়ের। বেলজিয়াম বারবার ভারতীয় ডিফেন্সের উপর চাপ তৈরি করলেও ভারতীয় ডিফেন্ডাররা ঠান্ডা মাথায় তাদের কাজ দক্ষতার সঙ্গে করায় এক গোলে পিছিয়ে পড়ার পরে বেলজিয়ামের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

দলীয় শক্তিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। মাঝমাঠ ছিল দুর্ভেদ্য। ম্যাচের সেরার সম্মান তাই জুটল, মিডফিল্ডার বিষ্ণুকান্ত সিংয়ের। আর দলের আক্রমণভাগ কাউন্টার অ্যাটাকে বিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে রাখায়, প্রায়ই চাপে ছিল বেলজিয়াম।

নিজেদের রক্ষণ সামলে প্রতিপক্ষের শিবিরে কাউন্টার অ্যাটাক হানা-এই ছিল ভারতের পরিকল্পনা। তা যথাযথভাবে মাঠে পালন করে প্লেয়াররা। আর তাতেই আসে ম্যাচের একমাত্র গোলটি। ২০ মিনিটে ভারত পেনাল্টি কর্নার আদায় করে নেয়। সঞ্জয় বল পেয়ে ঘুরিয়ে দেন শার্দানন্দ তিওয়ারিকে। তিনি ডানদিকে উঁচুতে ফ্লিক করে বল জালে পাঠিয়ে দেন (১-০)।
প্রথম অর্ধের শেষে আত্মবিশ্বাসী যুব দল ম্যাচ জেতার স্বপ্নে সংকল্পবদ্ধ হয়ে ওঠেন। শেষ দিকে জোড়া পেনাল্টি কর্নারও রুখে দেয় সঞ্জয়রা।
অন্য সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে, আর্জেন্টিনা আর ফ্রান্স।

কোয়ার্টার ফাইনালের ফলাফল:

জার্মানি ৩-১ (২-২) স্পেন; আর্জেন্টিনা ২-১ নেদারল্যান্ডস; ফ্রান্স ৪-০ মালয়েশিয়া; ভারত ১-০ বেলজিয়াম।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36