ওয়েব ডেস্ক: দীর্ঘ জল্পনায় ইতি। ভারতের জাতীয় ফুটবল দলের (India Football Team) কোচ (Coach) হচ্ছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন কোচ। খালিদ জামিলের (Khalid Jamil) হাতেই তুলে দেওয়া হল ভারতীয় পুরুষ ফুটবল দলের গুরুদায়িত্ব। শুক্রবার সকালেই এই ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation)। AIFF এক বিবৃতিতে জানিয়েছে, “টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে নির্বাহী কমিটি খালিদ জামিলকে সিনিয়র ভারতীয় পুরুষ জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।”
জামিলের কাঁধেই এখন পড়ল আন্তর্জাতিক মঞ্চে ছন্দ হারানো ভারতীয় দলের পুনর্গঠনের দায়িত্ব। বর্তমানে জামিল ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) দল জামশেদপুর এফসির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। যদিও AIFF এখনও জানায়নি, ঠিক কবে থেকে তিনি জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন। তবুও আশা করা হচ্ছে, তিনি শিগগিরই দলের সঙ্গে যুক্ত হবেন।
আরও পড়ুন: হেডকে ছাপিয়ে বিরাট, সূর্যদের সঙ্গে ‘এলিট ক্লাবে’ এন্ট্রি অভিষেক শর্মার!
আসলে ১৩ বছর পর কোনও ভারতীয় কোচ জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। শেষবার ২০১১ সালের অক্টোবর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সাভিও মেদেইরা ছিলেন দলের কোচ। এবার ৪৮ বছর বয়সি জামিল সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন। ভারত সেপ্টেম্বর মাসে ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে নামবে, এরপর ৯ ও ১৪ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। ফলে জামিলের সামনে চ্যালেঞ্জ শুরু হবে প্রায় সঙ্গে সঙ্গেই।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ২১ এপ্রিল কুয়েত সিটিতে ভারতীয় অভিভাবকের ঘরে জন্ম নেওয়া খালিদ জামিল ভারতীয় ফুটবলে এক বিশেষ নাম। মহিন্দ্রা ইউনাইটেড, এয়ার ইন্ডিয়া ও মুম্বই এফসির হয়ে ক্লাব ফুটবল খেলার পাশাপাশি ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি। চোটের কারণে অল্প বয়সেই ফুটবল থেকে অবসর নিলেও দ্রুতই কোচিংয়ে প্রবেশ করেন।
দেখুন আরও খবর: