Sunday, August 3, 2025
HomeখেলাKieron Pollard: আইপিএল থেকে অবসর ঘোষণা পোলার্ডের, হচ্ছেন মুম্বইয়ের কোচ

Kieron Pollard: আইপিএল থেকে অবসর ঘোষণা পোলার্ডের, হচ্ছেন মুম্বইয়ের কোচ

Follow Us :

মুম্বই ইন্ডিয়ন্স তাঁর অভিজ্ঞতাকে কোচ হিসেবে কাজে লাগাতে চায়। আর তাই আরও কটা বছর খেলার ইচ্ছা থাকলেও অবসর ঘোষণা করলেন ৩৫ বছরের কায়রন পোলার্ড (Kieron Pollard)। খেলোয়াড় হিসেবে অবসর নিয়েই মুম্বইয়ের ব্যাটিং কোচ হচ্ছেন পোলার্ড। আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে মোট পাঁচবার (২০১৩,২০১৫,২০১৭,২০১৯ ও ২০২০) খেতাব জেতার নজির আছে পোলার্ডের। মুম্বইয়ের জেতা পাঁচটা আইপিএলের পিছনেই পোলার্ডের বড় ভূমিকা ছিল। কখনও ক্যামিও ব্যাটার, তো কখনও বড় ইনিংস, কখনও আবার বল হাতে-পোলার্ড যে কত ম্যাচে আইপিএলে মুম্বইকে জিতিয়েছেন তার ঠিক নেই। 

 আইপিএল জেতেন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ন্সের ক্যারিয়ান বিস্ফোরক ব্যাটার কায়রন পোলার্ড আইপিএল থেকে অবসর ঘোষণা করলেন। আর কখনও আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিলেন গেইলের পর টি-২০তে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বিস্ফোরক ব্যাটার। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন পোলার্ড। 

আরও পড়ুন-IPL 2023: আইপিএল না খেলার হিড়িক বিদেশী ক্রিকেটারদের! ছিটকে গেলেন স্টার্ক, কামিন্স, বিলিংস

এক সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে অবসরের কথা জানিয়ে পোলার্ড লিখলেন, “আরও কটা বছর খেলতে চেয়েছিলাম, কিন্তু মু্ম্বই ইন্ডিয়ন্সের কর্তাদের সঙ্গে কথা বলে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার কেরিয়ারের পরবর্তী অধ্যায়টা বেশ উত্তেজক হতে চসলেছে। এবার থেকে আমি খেলোয়াড় থেকে কোচ হতে চলেছি।”কোচ, ক্রিকেটারদের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ন্সের ফ্র্যাঞ্চাইজির মালিক মুকেশ আম্বানি, নীতা আম্বানি ও আকাশ আম্বানি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন পোলার্ড।  

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39