কলকাতা: গতবারের চ্যাম্পিয়ন দল সবার নীচে ধুঁকছে, হারলে সমীকরণটা এমন যে বাকি ১০ ম্যাচের মধ্যে সাতটাই জিততে হবে। এহেন পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে হারাল অজিঙ্ক্য রাহানের দল। নেট রান রেটে সবার থেকে খারাপ অবস্থায় ছিল কলকাতা, সেখান থেকে কিছুটা রিকভারি হল।
২৯ বলে ৬০ রান করা ভেঙ্কটেশ আইয়ার বলে ছিলেন, পিচে বল একটু থমকাচ্ছে, বোলাররা ভালো করলে ম্যাচ জিতবেন। তিনি ঠিকই বলেছিলেন।
আরও পড়ুন: নাইটদের ২০০, ম্যাচ জেতানোর দায়িত্ব এবার বোলারদের
আজ তিন স্পিনার খেলাল কেকেআর। ট্রাভিস হেড, ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা, তিন বাঁ-হাতি ব্যাটারের জন্য মইন আলি খেললেন। কিন্তু তিনি বলই পেলেন না। দরকারই হল না। কলকাতা নাইট রাইডার্সের পেসাররা কামাল করলেন। তারপর স্পিনাররা কাজে এলেন। চার ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নিলেন বরুণ।
১০ থেকে সোজা পাঁচ নম্বরে চলে এল কেকেআর। মাইনাস থেকে রান রেট তাদের প্লাসে চলে এসেছে। তবে কেকেআর চারটে ম্যাচ খেলে ফেলেছে। যেভাবে সানরাইজার্সকে দুরমুশ করে ফেলল তা আত্মবিশ্বাস জোগাবে।
দেখুন অন্য খবর: