দুবাই: মুম্বই জিতলেও, আইপিএলের প্লে অফে কলকাতা নাইট রাইডার্সই| সমস্ত হিসাব নিকাশ শেষ| পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকেই আইপিএলের প্লে অফের ছাড়পত্র যোগার করে ফেলল নাইটরা| প্লে অফে বিরাটদের বিরুদ্ধে নামতে হবে ইয়ন মর্গ্যানদের|
বৃহস্পতিবারই রাজস্থান রয়্যালসকে বিরাট ব্যবধানে হারিয়ে প্লে অফের রাস্তাটা কার্যত পাকা করে ফেলেছিল নাইট রাইডার্স| তবুও মুম্বই ইন্ডিয়ান্সের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল তাদের| যদি কোনও বড়সড় অঘটন ঘটিয়ে ফেলে মুম্বই, প্রতিযোগিতার চিত্র বদলে যেতেই পারে|
তবে শেষ পর্যন্ত তা হয়নি| মুম্বইকে প্লে অফে পৌঁছতে হলে অন্তত ১৭১ রানে জিততে হত এদিন| ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবরা চেষ্টাটা করেছিলেনও তবে শেষরক্ষা হয়নি| সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৩৫ রান করেছিলেন তারা|
প্লে অফের রাস্তা খুলতে হায়দরাবাদকে ৬৪ রানে অল আউট করতে হত| সেটাই আর করতে পারেননি জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টরা| ১৯৩ রানে শেষ করে সানরাইজার্স হায়দরাবাদ| ম্যাচ মুম্বই জেতে ঠিকই, কিন্তু প্লে অফের দড়জা খোলার জন্য তা যথেষ্ট ছিল না| পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থেকেই প্লে অফের টিকিট পাকা করে ফেলে নাইট রাইডার্স|
Hit ? if you never stopped believing#KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/2HlCtSdkZB
— KolkataKnightRiders (@KKRiders) October 8, 2021
১১ অক্টোবর আইপিএলের দ্বিতীয় প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স|