স্পোর্টস ডেস্ক: পৃথিবীর সবথেকে জনপ্রিয় ফুটবল লিগের এর থেকে ভালো শুরু আর হতে পারত না। প্রিমিয়ার লিগের (Premier League) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল (liverpool FC) এবং বোর্নমুথ। কী হল না, অভিষেক করা খেলোয়াড় গোল করলেন, ৮৭ মিনিট পর্যন্ত খেলা ২-২ থাকার পর লিভারপুলের ৪-২ ফলে জয়, প্রয়াত দিয়োগো জটার (Diogo Jota) নামে দর্শকদের গান, স্লোগান, ম্যাচ শেষে তা শুনে মহম্মদ সালাহর (Mohammad Salah) কান্না, প্রথম দিনে ঘটল সবকিছুই।
জটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, লুইস দিয়াজ বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। লিভারপুল কোচ আর্নে স্লট (Arne Slot) আক্রমণ ভাগে সালাহ এবং কোডি গাকপোর সঙ্গে রেখেছিলেন নবাগত হুগো একিটিকেকে। কমিউনিটি শিল্ডের ম্যাচে গোল করেছিলেন, এদিন প্রিমিয়ার লিগে অভিষেকে নিজের যোগ্যতা প্রমাণ করলেন।
আরও পড়ুন: এএফসিতে গোয়ার সামনে রোনাল্ডোরা, বাগানের প্রতিপক্ষ কারা?
প্রথমার্ধ ১-০ থাকার পর লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান গাকপো। ম্যাচের তখন ৪৯ মিনিট। কিন্তু ৬৪ এবং ৭৬ মিনিটে জোড়া গোল করে সমতা ফেরান বোর্নমুথের স্ট্রাইকার আন্তোইন সেমেনিও। অ্যানফিল্ড স্টেডিয়াম (Anfield Stadium) আচমকা প্রত্যাঘাতে প্রায় চুপ মেরে যায়। ৮৮ মিনিটে চ্যাম্পিয়নদের স্বস্তি দেন পরিবর্ত হিসেবে নামা ফেদেরিকো কিয়েসা। ৯০+৪ মিনিটে একক দক্ষতায় এ মরসুমে গোলের খাতা খোলেন সালাহ।
লিভারপুলের হয়ে যাঁরাই গোল করলেন, সেলিব্রেশনে আঙুল দিয়ে ইঙ্গিত করে ২০ নম্বর দেখালে। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত দিয়োগো জটার জার্সি নম্বর ছিল ২০। ম্যাচ শেষে গোটা অ্যানফিল্ড জটার স্মৃতিতে গাইতে থাকে, যা শুনে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন সালাহ। মাঠ ছাড়েন চোখের জল মুছতে মুছতে।
দেখুন অন্য খবর: