ওয়েব ডেস্ক: ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫-এ প্লে-অফে অবধি পৌঁছতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত সিজনে এই হতাশাজনক পারফরম্যান্সের পর যে দল এবং কোচিং স্টাফকে (Coaching Staff) ঢেলে সাজাতে চাইছে নাইট শিবির, তার ইঙ্গিত মিলেছে মঙ্গলবারেই। এদিন আচমকা দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)। তারপরেই এক রিপোর্টে দাবি করা হয় যে, দলের বোলিং কোচ ভরত অরুণকেও (Bharat Arun) সরিয়ে দেওয়া হয়েছে। আর কেকেআর ছাড়তেই অরুণকে লুফে নিল আরেকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স ছাড়ার পর ভরত অরুণকে আগামী দুই মরসুমের জন্য বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। বেশ কিছু জাতীয় স্পোর্টস ওয়েবসাইটে এই দাবি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেকেআর বা এলএসজি- কোনও পক্ষই অরুণের শিবির বদল প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
আরও পড়ুন: কেকেআরের কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত
উল্লেখ্য, ২০২২ সালে নাইট শিবিরের সঙ্গে নিজেকে জুড়েছিলেন অরুণ। ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে একসময় যিনি মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের মতো বোলারদের আন্তর্জাতিক মঞ্চে তুলে আনলেও কেকেআরে সেই সাফল্যের ছাপ রাখতে পারেননি তিনি। ২০২৪ সালে দলের ট্রফি জয় ছাড়া তাঁর আমলে একাধিক মরশুমে নাইটদের বোলিং ইউনিটের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত সমালোচনা হয়েছিল।
তবে এরপর নতুন ফ্র্যাঞ্চাইজিতে নিজের সেই পুরানো সাফল্যের চাবিকাঠি খুঁজতে মরিয়া অরুণ। জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্টসের হয়ে তিনি সারা বছর ধরে বোলারদের নিয়ে কাজ করবেন। তবে মেন্টর হিসেবে জাহির খানকে হয়তো এলএসজি শিবিরে আর দেখা যাবে না। তিনি গত বছর এক বছরের চুক্তিতে ছিলেন। আর নতুন করে জাহিরের সঙ্গে গোয়েঙ্কার দলের চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। একইভাবে কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিদায় নিয়েও জল্পনা চলছে। তাই এই অবস্থায় অরুণের অন্তর্ভুক্তি লখনউ শিবিরের মনোবল খানিকটা বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দেখুন আরও খবর: