ফুটবলের পর এবার ক্রিকেট| ম্যান ইউ মালিকদের নজরে আইপিএল| আসন্ন আইপিএলের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি কিনতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক গ্লেজার পরিবার| শোনাযাচ্ছে ইতিমধ্যই নাকি বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছে তারা|
আসন্ন মরসুমে ৮ এর বদলে ১০ দল নিয়ে আইপিএল করতে চলেছে বোর্ড| যার কাজ এখন থেকেই শুরু করে দিয়েছে তারা| নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য দড়পত্র জমা দেওয়ার বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করা হয়েছিল বোর্ডর তরফে| এই অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ছে বোর্ড|
নতুন ফ্র্যাঞ্চাইজির বিডিংয়ের জন্য বোর্ডর শর্ত অনুযায়ী আগ্রহকারী সংস্থার বার্ষিক টার্নওভার অন্তত ৩০০০ কোটি টাকা হতে হবে| সেইসঙ্গেই এবার বিদেশী সংস্থাদের জন্যও দড়জা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড|
আর সেই সূত্রেই এবার আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ইচ্ছাপ্রকাশ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার গ্লেজার পরিবার| যুক্তরাষ্ট্রের এই ব্যবসায়ী পরিবার দীর্ঘদিন ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে জড়িয়ে রয়েছে|
ফুটবলের পর এবার ক্রিকেটের ময়দানেও পা রাখতে চাইছে রেড ডেভিলস কর্ণধাররা| আইপিএল এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ| জনপ্রিয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগেই কাছাকাছিই রয়েছে আইপিএল| তাই এবার আইপিএলের মঞ্চে প্রবেশের তোড়জোড় ম্যান ইউ মালিকদের|