মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল গাওস্করের রেকর্ড ছুঁলেন ময়াঙ্ক আগরওয়াল(Mayank Agarwal)| গড়লেন এক বিরল রেকর্ড| ওয়াংখেড়েতে(Mumbai Test) তৃতীয় ভারতীয় ওপেনার হিসাবে পরপর দু ইনিংসে অর্ধশতানের বেশি স্কোর করলেন ময়াঙ্ক আগরওয়াল| প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করলেন ময়াঙ্ক|
প্রতম ইনিংসে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ময়াঙ্ক আগরওয়াল| তাঁর হাত ধরেই ভারত টপকেছিল ৩০০ রানের গন্ডী| দ্বিতীয় ইনিংসে ময়াঙ্কের চোখ ছিল ফের একটা শতরানের| সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার নজির গড়ার লক্ষ্যে নেমেছিলেন তিনি|
কিন্তু শেষপর্যন্ত তা হয়নি| ৬২ রানেই থামতে হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে| সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার রেকর্ড গড়তে পারেননি ঠিকই| কিন্তু সুনীল গাওস্করের তালিকায় নিজের নাম তুলে ফেললেন ঠিকই| ১৯৭৮ সালে ওয়াংখেড়েতেই সুনীল গাওস্কর করেছিলেন ২০৫ ও ৭৩ রান| তাদের এলিট তালিকায় নতুন নাম এখন ময়াঙ্ক আগরওয়াল|