ওয়েব ডেস্ক: এবছর ডিসেম্বরের শীতে মেসি জ্বরে আক্রান্ত হতে চলেছে ভারত। কারণ বছরের শেষ মাসের দ্বিতীয় সপ্তাহে ফুটবলের তারকা লিওনেল মেসি (Lionel Messi) পা রাখছেন ভারতের মাটিতে। ১২ ডিসেম্বর থেকে শুরু হবে তাঁর ভারত সফর (India Tour)। ক্রিকেটের জনপ্রিয়তা এদেশে সবচেয়ে বেশি। কিন্তু তা সত্ত্বেও মেসিভক্ত রয়েছে ভারতের অলিতে-গলিতে। তাই লিওর এই সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছে তাঁর ভক্তরা।
সর্বপ্রথম ১২ ডিসেম্বর কলকাতায় পৌঁছবেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক। পরের দিন ১৩ ডিসেম্বর ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার এই আয়োজনেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে দেখা হওয়ার কথা মেসির।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে কেন খেলানো হল না কুলদীপকে? প্রশ্ন সৌরভের
কলকাতার অনুষ্ঠান শেষে সেদিন রাতেই মেসি উড়ে যাবেন আহমেদাবাদে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পৌঁছবেন মুম্বই। ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে অন্যতম আকর্ষণীয় ইভেন্ট। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
সবচেয়ে বড় চমক হতে পারে ওয়াংখেড়েতে। জানা গিয়েছে, সাত দলের একটি বিশেষ ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। আর সেই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে পারেন মেসি। তাঁর প্রতিপক্ষ হিসেবে দেখতে পাওয়া যেতে পারে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। এমনকি ‘ঘরের ছেলে’ শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) ও রোহিত শর্মারও (Rohit Sharma) সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৈরি হবে ফুটবল ও ক্রিকেটের এমন এক মেলবন্ধনে, যা আগে কখনও দেখা যায়নি।
দেখুন আরও খবর: