আমেদাবাদ: বিশ্বকাপ জেতা সবার ভাগ্যে থাকে না। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), জাক কালিসের মতো কিংবদন্তিরা বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। আবার কেউ কেউ একাধিকবার স্বপ্ন সফল হয়েছে। একবার হোক বা দু’বার কি তিনবার কাপ জেতার পর তা নিয়ে উল্লাস, চুমু খাওয়া, বুকে জড়িয়ে ধরাই রীতি। কিন্তু মিচেল মার্শ কী করলেন এটা? এত কষ্ট, পরিশ্রম করে জেতা বিশ্বকাপ ট্রফিকে পায়ের তলায় রাখলেন।
ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অজিরা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ট্রফি নিয়ে তুমুল সেলিব্রেশন করেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। ভারতের মাটি থেকে ভারতকে হারিয়ে কাপ জয়, ফলে আনন্দ একটু অতিমাত্রায় হবেই। কিন্তু আনন্দ মাত্রাছাড়া হলেই মুশকিল। আর কেউ না হলেও মাত্রা ছাড়ালেন মিচেল মার্শ (Mitchell Marsh)। ম্যাচ জয়ের পর কয়েকটি মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম বায়োতে দিয়েছিলেন কামিন্স। তার একটায় দেখা গেল, সোফায় বিয়ার হাতে বসে আছেন মার্শ, তাঁর দুই পা মাটিতে রাখা বিশ্বকাপ ট্রফির উপরে তোলা।
আরও পড়ুন: ফাইনালে সেরা ফিল্ডার কোহলি, কী বললেন কোচ?
এ কেমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ! অস্ট্রেলীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির মতো নয় ঠিকই, তা ভলে এটা বাড়াবাড়ি। যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ছোটবেলা থেকে খেলার জগতে পা রাখে সবাই, যা ক্রিকেটারদের আরাধ্য বিগ্রহের মতো তাকে পদানত করে রাখার মধ্যে ঔদ্ধ্যত্যই প্রকাশ পাচ্ছে। মার্শ যেন বলতে চাইছেন, দেখো, বিশ্বকাপ আমি পায়ের নীচে রাখি। মার্শ যেমন ঠিক কাজ করেননি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার ভুল কাজ করেছেন অজি অধিনায়কও।