skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollআজ মুম্বই বনাম ওড়িশা, নজর রাখছে মোহনবাগান  
Mohun Bagan SG

আজ মুম্বই বনাম ওড়িশা, নজর রাখছে মোহনবাগান  

মুম্বই, ওড়িশা এবং মোহনবাগান, তিন দলই ২০টি করে ম্যাচ খেলেছে

Follow Us :

মুম্বই: আগামী ১১ এপ্রিল বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে মোহনবাগানের (Mohun Bagan SG) পরবর্তী ম্যাচ। তার জন্য জোরকদমে প্রস্তুতি চলছেই। তবে সবুজ-মেরুন শিবিরের প্রত্যেকের, এমনকী সমর্থকদেরও নজর থাকবে সোমবারের ম্যাচের প্রতি। এ ম্যাচে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মুখোমুখি ওড়িশা এফসি (Odisha FC)। খেলা শুরু সন্ধে ৭.৩০টায়।

মুম্বই, ওড়িশা এবং মোহনবাগান, তিন দলই ২০টি করে ম্যাচ খেলেছে। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই, ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাগান এবং ৩৯ পয়েন্ট নিয়ে তিনে ওড়িশা। শেষ চার ম্যাচে অপ্রতিরোধ্য মুম্বইকে ওড়িশা থামাতে পারে কি না সেটাই দেখার। মুম্বই যদি জেতে তাহলে মোহনবাগানকে শেষ দুই ম্যাচে জিততেই হবে। ড্র হলেও তাই।

আরও পড়ুন: হ্যারি ব্রুকের জায়গায় এ কাকে নিল সৌরভের দল!

এদিকে ওড়িশা জিতলে তারা আবার মোহনবাগানকে টপকে দুই নম্বরে চলে আসবে। পয়েন্ট এক হলেও গোলপার্থক্যে এগিয়ে যাবে তারা। তবে বেঙ্গালুরু এফসিকে হারালে হাবাসের ছেলেরা এক নম্বরে চলে আসবে। সেক্ষেত্রে শেষ রাউন্ডের ম্যাচে যে বেশি গোলের ব্যবধানে জিতবে লিগ শিল্ড তার।

ড্র হলে ফের ফেভারিট মুম্বই। কারণ তারা ৪৫ পয়েন্টে পৌঁছে যাবে। ১১ তারিখ বেঙ্গালুরুকে হারালে শুভাশিসরাও ৪৫ পয়েন্টে পৌঁছবে কিন্তু গোলপার্থক্যে মুম্বই অনেক এগিয়ে। ফলে ১৫ এপ্রিল কার্যত ফাইনাল হয়ে পড়া ম্যাচে মুম্বইকে হারাতেই হবে। আর আজ মুম্বই জিতলেও বাগানের সমীকরণে কোনও পরিবর্তন হবে না।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular