স্পোর্টস ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) তৃতীয় দিনটা খুব খারাপ গিয়েছে ভারতের। সারাদিন বোলিং করে ইংল্যান্ডের মাত্র পাঁচটা উইকেট ফেলেছেন ভারতীয় বোলাররা। এমনকী আইসিসি ক্রমতালিকার এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ম্রিয়মাণ দেখিয়েছে। তার উপর দ্বিতীয় নতুন বলে এক ওভার করেই মাঠ ছাড়েন তিনি। পরে মহম্মদ সিরাজকেও (Mohammad Siraj) সামান্য খোঁড়াতে দেখা গিয়েছে। শুক্রবার খেলা শেষের পর দুই পেসারের ফিটনেস নিয়ে আপডেট দিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার বলেন, “দুর্ভাগ্যবশত আমরা যখন দ্বিতীয় নতুন বল নিই, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বুমরার গোড়ালি মচকে যায়। তারপরে ফুটহোলে পা পড়ে সিরাজেরও গোড়ালি মচকে। তবে, ওরা সম্ভবত ঠিকই আছে।”
আরও পড়ুন: শচীনের রেকর্ড ভেঙে দেবেন রুট! কী বললেন রবি শাস্ত্রী
শুক্রবার সারাদিন বোলার এবং ফিল্ডারদের খাটনি গেলেও মর্কেল বলছেন, বৃহস্পতিবারটা বেশি কঠিন দিন ছিল। বোলাররা ভুল লাইনে বল করেছিলেন যার ফলে টিম ইন্ডিয়া ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে শুক্রবার সকালে ছেলেরা যেভাবে কামব্যাক করেছে, বিশেষ করে বুমরা এবং সিরাজ তা দেখতে ভালো লেগেছে। তবে উইকেট আগের দু’ দিনের থেকে ভালো ছিল।
ভারতের বোলিং অবশ্য স্বীকার করছেন, বোলারদের আরও এনার্জি নিয়ে বল করা প্রয়োজন। মর্কেল বলেন, “এই ব্যাপারটাই আমরা মাথায় ঢোকানোর চেষ্টা করছি। এরকম একটা পাটা সারফেসে বলের পিছনে বাড়তি এনার্জি দেওয়া প্রয়োজন। আমার মনে হয় আমাদের বোলিং ইনিংসে এটা অবশ্যই একটা ফ্যাক্টর, উইকেট থেকে বাড়তি জিপ আদায় করতে হবে।” প্রসঙ্গত, ভারতের ৩৫৮ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড ইতিমধ্যেই ১৮৬ রানে এগিয়ে গিয়েছে।
দেখুন অন্য খবর: