Friday, August 1, 2025
Homeখেলাধোনির ১৮৩ রানের ইনিংস, ১৬ বছর আগের সেই ভিডিও প্রকাশ করে বিশেষ...

ধোনির ১৮৩ রানের ইনিংস, ১৬ বছর আগের সেই ভিডিও প্রকাশ করে বিশেষ সম্মান প্রদর্শন বোর্ডের

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের আসর| রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া| এবারও ভারতীয় দলের সাজঘরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি| দিনটা ৩১ অক্টোবর| টিম ইন্ডিয়ার সাজঘরে থাকলেও, এখন তিনি মেন্টর| ১৬ বছর আগের এই দিনটিতেই কেরিয়ারের অন্যতম রেকর্ডটা গড়েছিলেন ক্যাপ্টেন কুল|

জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের সিরিজ| এইদিনেই একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন মাহি| দুর্ধর্ষ সঙ্গাকারাদের বিরুদ্ধে ১৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে, ভারতের জয় এনে দিয়েছিলেন তিনিই| নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বোর্ডের সাইটে সেই ম্যাচেরই ঝলক| সম্মান জানানো হল মাহিকে|

তখনও তিনি অধিনায়ক হননি| ভারতীয় দলের ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়| প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিল ২৯৮ রান| শুরুতেই সচিন তেন্ডুলকর আউট| ফাস্টডাউনে নেমেছিলেন ধোনি| আর সেটাই যেন তাঁর জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট|

শ্রীলঙ্কার বিরুদ্ধে রাজস্থানের মাঠে সেদিন ঝড় তুলেছিলেন তিনি| ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মাহি| চামিন্ডা ভাস, দিলহারা ফার্ণাণ্ডো এবং মুরলীথরণদের মতো তারকা বোলারদের বিরুদ্ধে বাইশগজে শাসন চালিয়েছিলেন ধোনি|

১৮৩ রানের ইনিংসে ছিল ছয় ও চারের বন্যা| ১২০ রানই এসেছিল বাউন্ডারি ও ওভারবাউন্ডারি দিয়ে| গোটা ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার এবং ১০টি ছয় দিয়ে| মাঝে কেটে গিয়েছে ১৬টা বছর| সেই ধোনি এখন ভারতীয় দলের মেন্টর| তাঁকেই বিশেষ সম্মান প্রদর্শন বোর্ডের|

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39