Sunday, August 17, 2025
HomeখেলাPakistan | Babar Azam | ওডিআইতে একনম্বর স্থান দখল পাকিস্তানের, রেকর্ড বাবর...

Pakistan | Babar Azam | ওডিআইতে একনম্বর স্থান দখল পাকিস্তানের, রেকর্ড বাবর আজমেরও  

Follow Us :

করাচি: ইতিহাস সৃষ্টি করল পাকিস্তান (Pakistan)। এই প্রথমবার ওয়ান ডে ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC Ranking) এক নম্বর স্থান দখল করল বাবর আজমের (Babar Azam) দল। বাবর নিজেও রেকর্ড করলেন। নিউজিল্যান্ডের (New Zealand) সঙ্গে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম চারটেতেই জিতে গিয়েছে তারা। চতুর্থ ওয়ান ডে-তে কিউয়িদের ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন বাবররা। ওই ম্যাচের পরেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল পাকিস্তান। ১১৩ রেটিং পেয়ে অস্ট্রেলিয়া (Australia) এবং ভারতকে (India) ডেসিমাল পয়েন্টে টপকাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। 

প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া টার্গেট সফলভাবে ছুঁয়েছিলেন বাবর আজমরা। তৃতীয় ম্যাচে জয় আসে ২৬ রানে। তারপর ১০৬ রানের বড় জয়। এই সিরিজের আগে পাকিস্তানের রেটিং ছিল ১০৬, সেখান থেকে ১১৩-তে উঠে এসেছে তারা। 

আরও পড়ুন: Neeraj Chopra | ডায়মন্ড লিগের সোনায় লক্ষ্যভেদ নীরজের বর্শার 

রেকর্ড করলেন বাবর নিজেও। দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ফর্ম্যাটে ৫০০০ রান পূর্ণ করলেন তিনি। এই কৃতিত্ব তিনি অর্জন করেছেন ৯৬টি ইনিংসে। এই রেকর্ড এতদিন ছিল দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলার (Hashim Amla) দখলে। তিনি ৫০০০ রান করেছিলেন ১০১টি ইনিংসে। ১১৪ ইনিংসে এই লক্ষ্যমাত্রা পূরণ করে তিন নম্বরে আছেন দু’জন— বিরাট কোহলি (Virat Kohli) এবং স্যর ভিভিয়ান রিচার্ডস (Viv Richards)। ১১৫ ম্যাচে ৫০০০ রান করে চার নম্বরে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। 

 

এদিকে ক্রমতালিকায় একে উঠে এলেও সেই স্থান ধরে রাখতে সিরিজের শেষ ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ আটকে দিলে ফের তিন নম্বরে নেমে যাবে সবুজ ব্রিগেড। এক নম্বরে ফিরে আসবে অস্ট্রেলিয়া। অবশ্য ম্যাচ কোনও কারণে বাতিল হলে অথবা নিষ্পত্তি না হলে এক নম্বরেই থাকবে পাকিস্তান।      

প্রসঙ্গত, এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কোনও সমাধান আসেনি এখনও। এ বছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু ওয়াঘার ওপারে বিরাট কোহলিরা কোনওভাবেই খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। কথা উঠেছিল আবু ধাবি, কিংবা শারজার মতো নিরপেক্ষ মাঠে ভারতের ম্যাচ আয়োজন করার। কিন্তু তাতেও রাজি নয় বিসিসিআই। উল্টে পাকিস্তানকে বাদ দিয়ে পাঁচ দেশের টুর্নামেন্টের কথা ভাবছে তারা। ভারত ছাড়া তাতে অংশগ্রহণ করবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং সদ্য এশিয়া কাপের যোগ্যতা অর্জন করা নেপাল।       

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
India-Russia | Trump | বৈঠকে ট্রাম্পকে মাত পুতিনের, রাশিয়ায় অনড় দিল্লি, দেবে ডিভিডেন্ড?
00:00
Video thumbnail
India-Russia | Trump | পুতিনে জ/ব্দ ট্রাম্প, সিদ্ধান্তহীনতায় থমথমে মুখ ট্রাম্পের, আর কী হল?
00:00
Video thumbnail
Uttar Pradesh | UP থেকে বিহার, ৩১৬ বোতল হু/ই/স্কি এসির ডাক্টে পা/চার কাণ্ডে গ্রে/ফতার খোদ রেলকর্মী
00:00
Video thumbnail
Midnapore News | TMC | ফুটবল শহীদ দিবসে ফিরল ল/জ্জার ছবি, গোল দিয়ে গোল, লা/থি রেফারিকে
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
00:00
Video thumbnail
Shubhanshu Shukla | Narendra Modi | দেশে ফিরছেন শুভাংশু শুক্লা, দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে
00:57
Video thumbnail
Bangla Bolche | Suman Bhattacharya | প্রধানমন্ত্রী জানলেন কী করে ডেমোগ্রাফি বদলাচ্ছে?
02:22
Video thumbnail
Bangla Bolche | Shamim Ahmed | পপুলার স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা মোদির?
02:49
Video thumbnail
Bangla Bolche | Sandeepa Chakraborty | মোদির 'মিশন ডেমোগ্রাফি' ষ/ড়য/ন্ত্র কার?
02:10
Video thumbnail
Bangla Bolche | Sambit Pal | মোদির 'মিশন ডেমোগ্রাফি' আসলে ইসলামিকোরিয়ার চেষ্টা?
02:27