Monday, December 29, 2025
HomeBig news'অপারেশন বাইশ গজ' জিততে ভারতের টার্গেট ১২৮

‘অপারেশন বাইশ গজ’ জিততে ভারতের টার্গেট ১২৮

ভারতের আগুন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান

Written By
India Vs Pakistan

ওয়েব ডেস্ক: হাইভোল্টেজ ম্যাচের প্রত্যাশা ছিল না বললেই চলে। অন্যবারের ভারত-পাকিস্তান ম্যাচের (India Vs Pakistan) মতো উত্তেজনাও ছিল না। আশা ছিল, বাইশ গজে অন্তত একটা ভালো লড়াই দেখাবে পাকিস্তান। কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিল পাক ব্যাটাররা। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। কিন্তু ভারতের আগুন বোলিংয়ের সামনে আবার একবার কুপোকাত পাকিস্তান। মাত্র ১২৭ রানেই গুটিয়ে গেল ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দল।

রবিবারের এশিয়া কাপের (Asia Cup 2025) মেগা ম্যাচের শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ছয় রানের মধ্যেই জোড়া উইকেট তুলে নেন হার্দিক ও জসপ্রীত। চতুর্থ উইকেটের জন্য ওপেনার ফারহান এবং অভিজ্ঞ ব্যাটার ফকহার জমান কিছুটা সামাল দেন। তবে জমান আউট হওয়ার পর থেকেই ফের ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। তার নায়ক অবশ্য ছিলেন কুলদীপ যাদব। গত ম্যাচে চার উইকেট নেওয়ার পর ফের বাইশ গজে ঘূর্ণিঝড় তোলেন তিনি। ভারতের ছন্দবদ্ধ বোলিংয়ের সামনে সেভাবে কেউই দাঁড়াতে পারেননি।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ বয়কটের ডাক পহেলগাম কাণ্ডে মৃতদের পরিবারের

ভারতের তরফে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কুলদীপ যাদব। স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল নেন একজোড়া উইকেট এবং বরুণ চক্রবর্তী নেন একটি উইকেট। এদিকে পেস বিভাগে পাকিস্তানের একজোড়া উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা, একটি উইকেট হাসে হার্দিকের ঝুলিতে। পাকিস্তানের তরফে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার সাহেবজাদা ফারহান। এছাড়া কোনও পাক ব্যাটার সেভাবে রান পাননি।

এশিয়া কাপে দ্বিতীয় জয় পেতে ভারতের সামনে টার্গেট ১২৮ রানের। গত ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে হেলায় হারিয়ে আপাতত চূড়ান্ত আত্মবিশ্বাসে ফুটেছে টিম ইন্ডিয়া। তাই এই অল্প রান তাড়া করে ভারতের পক্ষে ততটাও কঠিন হবে না। বাইশ গজে কি আবারও একবার পাকিস্তানকে নাস্তানাবুদ করবে ভারত? উত্তর মিলবে ঘন্টাখানেকের মধ্যেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News