কলকাতা টিভি ওয়েবডেস্ক: ফের হাসপাতালে ভর্তি পেলে| বুধবার সাওপাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হল কিংবদন্তী ব্রাজিলিয়ান তারকাকে| শোনাযাচ্ছে কেমো থেরাপির জন্যই নাকি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে| যদিও আপাতত অবস্থা স্থিতিশীল তাঁর| কয়েকদিনের মধ্যেই ছাড়া হবে হাসপাতাল থেকে|
গতমাসেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে| কোলনে টুউমার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী তারকা| এরপরই তাঁর অস্ত্রোপচার হয়| তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানান গুঞ্জন| প্রায় এক মাসের কাছাকাছি হাসপাতালে ভর্তি ছিলেন পেলে|
যদিও প্রতিদিন নিজের সুস্থতার কথা নিজেই জানিয়েছিলেন সকলকে| হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও বেশ সুস্থই ছিলেন পেলে| কয়েকদিন আগে সোশ্যাস মিডিয়ায় সে কথা জানিয়েওছিলেন পেলে|
কিন্তু ফের উদ্বেগ দেখা দিয়েছে তাঁকে| বুধবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮১ বর্ষীয় কিংবদন্তী তারকা| যদিও হাসপাতাল তরফে জানানো হয়েছে চিন্তার কিছু নেই| শোনাযাচ্ছে কেমো থেরাপির জন্য ভর্তি হয়েছে| কয়েকদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাঁকে|
একইসঙ্গে নতুন জল্পনাও শুরু হয়ে গিয়েছে| তবে সত্যিই ক্যান্সার আক্রান্ত পেলে| এ বিষয়ে হাসপাতাল কিংবা পেলের পরিবার তরফে কিছুই জানানো হয়নি|