বারনালা: পুলিশকর্মীকে পিটিয়ে খুন (Killed) করার অভিযোগ উঠল আট কবাডি খেলোয়াড়ের (Kabadi Players) বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। আরও চার কবাডি খেলোয়াড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) বারনালা শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আট কবাডি খেলোয়াড় স্থানীয় একটি বারে বসে মদ্যপান করছিল। সেখানে হোটেলের এক কর্মীর সঙ্গে বিল মেটানো নিয়ে ঝামেলায় বাধে তাঁদের। সেই কর্মীকে মারধর করা হয়। বিপদ বুঝে রেস্তোরাঁর মালিক তড়িঘড়ি পুলিশকে ফোন করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিটি ওয়ান থানার পুলিশ। ওই পুলিশদের মধ্যেই ছিলেন কনস্টেবল দর্শন সিংহ।
আরও পড়ুন: ১৯ জানুয়ারি, কলকাতা টিভি’কে কী জানিয়েছিলেন বিষেণ সিং বেদি?
এরপর কবাডি খেলোয়াড়দের সঙ্গে পুলিশের বচসা বাধে। বচসা থেকে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এরই মধ্যে কনস্টেবল দর্শন সিংহ মারধর করতে শুরু করেন ওই খেলোয়াড়রা। গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে তাঁকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা করার সময়েই মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত কবাডি খেলোয়াড়দের বিরুদ্ধে আরও অভিযোগ, পুলিশকর্মীকে মারধর করে সে ক্ষান্ত হয়নি। ওই রেস্তোরাঁতেও ভাঙচুর চালায়।
পুলিশ ইতিমধ্যে চার জনের নাম প্রকাশ করেছে। তারা হল টিকরিওয়ালার পরমজিৎ সিংহ, রায়সরের যুগরাজ সিংহ, আমলা সিংহওয়ালার বলজিৎ সিংহ এবং চিমা গ্রামের গুরমিত সিংহ। চার জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সঙ্গে থাকা আরও চার কবাডি খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, নিহত কনস্টেবল পরিবারের উদ্দেশে ২ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন। ১ কোটি টাকা দেবে রাজ্য সরকার। ১ কোটি টাকা দেবে একটি বেসরকারি ব্যাঙ্ক।
দেখুন আরও অন্য খবর: