কলকাতা টিভি ওয়েবডেস্ক: অন্যান্য সমস্ত দলের থেকে এই ভারতকে সম্পূর্ণ আলাদাভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি| যে স্বপ্ন নিয়ে দায়িত্ব নিয়েছিলেন, তা পূর্ণ হয়েছে রবি শাস্ত্রীর| দায়িত্ব ছাড়ার আগে খানিকটা আবেগপ্রবন তিনিও| এই ভারতীয় দলের গায়েই সেরার তকমাও দিয়ে গেলেন তিনি|
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার| কুম্বলে বনাম কোহলি দ্বন্দ্ব পৌঁছয় চরমে| পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় সেই সময়ের ক্রিকেট উপদেষ্টা কমিটিকে| এরপরই বিরাট কোহলিদের হেডস্যারের চেয়ারে বসেন রবি শাস্ত্রী| ২০১৭ থেকে ২০২১, টানা পাঁচটা বছর ভারতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি|
তাঁর কোচিংয়েই ভারত অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে| ঘরের মাঠে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে| অস্ট্রেলিয়ার মাটিতে ৭০ বছরের রেকর্ড ভেঙেছে শাস্ত্রীর তত্ত্বাবধানে থাকা ভারতীয় দল| কিন্তু বিশ্বকাপে সাফল্য পায়নি তারা| যদিও দায়িত্ব ছাড়ার আগে সাফল্যের মাপকাঠি হিসাবে সেটাকে দেখতে চাননা রবি শাস্ত্রী|
নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষেই রবি শাস্ত্রীর গায়ে উঠবে প্রাক্তন কোচের তকমা| তার আগে আবেগ প্রবন তিনিও| তিনি জানান, ‘দায়িত্ব নেওয়ার সময় থেকেই সকলের থেকে একটা পার্থক্য গড়তে চেয়েছিলাম| আমার মনে হয় তা আমি করতে পেরেছি| এই পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে যে পারফরম্যান্স এবং কীর্তি আমরা গড়েছি, এই বিশ্বকাপে ব্যর্থ হলেও একটা বলতে দ্বিধা নেই, এই দলই ক্রিকেট ইতিহাসের সেরা দল’|
? "When I took this job, I said in my mind that I wanted to make a difference. And I think I have."
Ravi Shastri is extremely proud of his achievements as the head coach of the Indian team ? #T20WorldCup https://t.co/Qw69GzTYRh
— ICC (@ICC) November 8, 2021
তাঁর জায়গায় এবার ভারতীয় দলের কোচের হটসিটে রাহুল দ্রাবিড়| ভারতীয় ক্রিকেট ইতিহাসের আরেক কিংবদন্তী তিনি| বাইশগজে যেমন দাপট দেখিয়েছেন একসময়| তেমনই এনসিএ-র দায়িত্ব নিয়ে তেমনই কোচ হিসাবেও সফল হয়েছেন দ্রাবিড়| ভারতীয় দলের সাপ্লাই লাইনআপ গড়ার কাজটা করেছেন এতদিন ধরে| অনুর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে|
সেই দ্রাবিড়ই এবার শাস্ত্রীর জায়গায়| উত্তরসূরীকে নিয়ে অবশ্য রবি শাস্ত্রী| দ্রাবিড়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড়ের হাত ধরে ভারতীয় দলের সাফল্যের গ্রাফ আরও চড়বেই’| একইসঙ্গে কোহলির প্রশংসাতেই পঞ্চমুখ শাস্ত্রী| তাঁকে তো টেস্ট ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেন শাস্ত্রী|
নামিবিয়া ম্যাচ শেষে শাস্ত্রী-কোহলি যুগ শেষ| টি টোয়েন্টির অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি| এবার নতুন কোচের দায়িত্ব উঠবে দ্রাবিড়ের কাঁধে| শাস্ত্রী-কোহলি জুটির পর ভারতীয় দলে দ্রাবিড় যুগ কেমন হয় সেটাই দেখার|