ওয়েব ডেস্ক: একটা সময় ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, পরে বোর্ডের প্রেসিডেন্টও থেকে আইসিসির বিভিন্ন পদেও আসীন হয়েছেন। সেই সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে বাংলা ক্রিকেটের ‘আইকন’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এছাড়াও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। বাংলা ক্রিকেট সংস্থার সচিব ও সভাপতির দায়িত্বও সামলেছেন একটা সময়। এবার সূত্রের খবর, আবারও ক্রিকেট প্রশাসনে (Cricket Administration) ফিরতে চলেছেন মহারাজ। কিন্তু কোন পদে ফিরবেন তিনি? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।
জানা গিয়েছে, সৌরভকে ফের দেখা যেতে পারে বাংলার ক্রিকেট প্রশাসনের হাল ধরতে। আগামী ২০ সেপ্টেম্বর হতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর (Cricket Association Of Bengal) বার্ষিক সাধারণ সভা। তার আগেই বড় ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ। এক্ষেত্রে ইলেকশন হবে নাকি সিলেকশন—সে প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে সৌরভের এই সিদ্ধান্ত যে সিএবি নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ব্যর্থ করুণ, সুদর্শন! ৩ নম্বরের যোগ্য ব্যাটার কে? ধোঁয়াশা রয়েই গেল
সাম্প্রতিক সময়ে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনীতি ও ভারতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে সৌরভ জানিয়েছিলেন, জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা তাঁর রয়েছে। যদিও আপাতত সেই সুযোগ নেই। তবে বাংলার ক্রিকেটপ্রশাসনে তাঁর রাজকীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে ইতিমধ্যেই।
প্রসঙ্গত, বিসিসিআই-এর (BCCI) প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায় বিভিন্ন কাজের মাধ্যমে ভারতের ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছেন। তাঁর সময়কালেই তৈরি হয় বেঙ্গালুরুর অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি। পাশাপাশি তিনি ভারতীয় মহিলা ক্রিকেটকে উন্নতির শিখরে পৌঁছে দিতেও বড় ভূমিকা পালন করেছেন। এবার হয়তো বাংলা ক্রিকেটের হাল ধরবেন ভারতীয় ক্রিকেটের মহারাজ।
দেখুন আরও খবর: