কলকাতা টিভি ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে(Pele)| তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় অগুন্তী পেলে ভক্ত| সেই তালিকায় নতুন নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)| দ্রুত সুস্থ হয়ে তাঁর ফেরার জন্য আরোগ্য কামনা করেই বার্তা সি আর সেভেনের| আর রোনাল্ডোর সেই পোস্টেই আপ্লুত সকলে|
কয়েকদিন আগেই ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে| যে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উদ্বেগ বাড়তে থাকে পেলে ভক্ত সহ ফুটবল বিশ্বের| হঠাত্ আবার কেন হাসপাতালে ভর্তি হতে হল ব্রাজিলের কিংবদন্তী তারকাকে|
যদিও পেলে কন্যাই পরে সকলকে স্বস্তির বার্তা দিয়েছেন| আপাতত সুস্থ রয়েছেন পেলে| দু মাস আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে| কোলনে টিউমার নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালেই ভর্তি হতে হয়েছিল তাঁকে| অস্ত্রোপচারও হয়েছিল তাঁর| প্রায় একমাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন পেলে|
দু মাস কাটতে না কাটতেই আবারও পেলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়াটাই স্বাভাবিক| যদিও পরে শোনাযায় কেমো থেরাপির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি| এবং রেগুলার রুটিনের মধ্যেই পড়ে তাঁর| এরপরই টুইট করে তাঁর মেয়ে জানান এবারের ক্রিসমাস বাড়িতে ফিরেই সেলিব্রেট করবেন পেলে|
যা আপাতত পেলে ভক্তদের স্বস্তি দিয়েছেন| যদিও তারা অপেক্ষায় রয়েছেন পেলের বাড়ি ফেরার| সেই একই অপেক্ষায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডেও রয়েছেন|