Friday, August 8, 2025
HomeCurrent NewsShane Warne dies: শেন ওয়ার্নের বন্ধুদের বয়ান নেবে থাই পুলিস, হবে ফরেন্সিকও

Shane Warne dies: শেন ওয়ার্নের বন্ধুদের বয়ান নেবে থাই পুলিস, হবে ফরেন্সিকও

Follow Us :

ব্যাংকক: অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের অকস্মাৎ মৃত্যুর তদন্তে ফরেন্সিকের সাহায্য নেবে থাইল্যান্ড পুলিস। শেন ওয়ার্ন যে ভিলায় ছিলেন, ফরেন্সিক দল সেখানে গিয়ে তদন্ত করবে। তবে, শেন ওয়ার্নের মৃত্যুতে অস্বাভাবিক কিছু দেখছে না পুলিস। শুক্রবার রাতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৫২ বছর বয়সি কিংবদন্তি এই স্পিনারকে। পরে, হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিস সূত্রে খবর, ব্যক্তিগত ট্যুরে বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে এসেছিলেন শেন ওয়ার্ন। চিকিৎসকদের ধারণা, হৃদরোগেই মারা গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই স্পিনার। থাই পুলিস জানিয়েছে, তদন্তের স্বার্থে, আইনি প্রক্রিয়া হিসেবেই ওয়ার্নের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিভুক্ত করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেন ওয়ার্নের বন্ধুরা পুলিসকে জানিয়েছেন, তাঁরা একই কমপ্লেক্সে ছিলেন। ডিনারের সময় শেন ওয়ার্ন না-আসায়, তাঁরা প্রাক্তন তারকা ক্রিকেটারকে ডাকতে ভিলায় গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন শেন ওয়ার্ন। অ্যাম্বুল্যান্স ডেকে তৎক্ষণাৎ তাঁকে থাই ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পরে পোস্টমর্টেমের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কোহ সামুই হাসপাতালে।

আরও পড়ুন-বিজয়ের সঙ্গে রোমান্স করবেন সামান্থা

শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল৷ শোকে মুহ্যমান তাঁর অগণিত ভক্ত-অনুরাগীরা৷

RELATED ARTICLES

Most Popular