কলকাতা টিভি ওয়েবডেস্ক: ইডেনে টি টোয়েন্টি সিরিজ জয়| শুধু জয়ই নয়, ক্রিকেটের নন্দনকাননে কিউইদের হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া| দুর্ধর্ষ পারফরম্যান্স রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের| এমন জয়ের পর সেলিব্রেশন তো হবেই| না হওয়াটাই অস্বাভাবিক| সেই সেলিব্রেশনেই নতুন অবতারে শ্রেয়স আইয়ার|
ভারতীয় দলের টিম হোটেলে ফেরাটা ছিল সময়ের অপেক্ষা| এরপরই নিজেদের মতো শুরু উচ্ছ্বাস| আর তাতেই অন্য মাত্রা জুড়ল শ্রেয়স আইয়ারের তাসের ম্যাজিক| যা দেখিয়ে মহম্মদ সিরাজকে রীতিমত চমকে দিলেন শ্রেয়স আইয়ার|
Weaving some magic ? with a deck of cards & blowing everyone's minds ?
How's this card trick from @ShreyasIyer15 that got @mdsirajofficial stunned! ?#TeamIndia #INDvNZ pic.twitter.com/kKLongQ0CJ
— BCCI (@BCCI) November 22, 2021
তাসের ম্যাজিক সকলেই দেখেছেন| তেমনই মহম্মদ সিরাজকেই বেছে নিয়েছিলেন শ্রেয়স আইয়ার| সেই ম্যাজিক দেখানোর জন্য| যেখানে তাঁর হাত থেকে একটি তাস বেছে আবার রেখে দবেন মহম্মদ সিরাজ| যা অবশ্যই দেখবেন না শ্রেয়স| তারপর সেই তাস বের করে দেবেন ঠিকই|
আর সেখানেই ছিল তাঁর হাতের কারসাজি| যদিও তা কেউই বুঝতে পারেননি| আর সেই ম্যাজিক দেখে রীতিমত চমকে গিয়েছেন মহম্মদ সিরাজ| বাকি সতীর্থরাও| টি টোয়েন্টি সিরিজ জয়ের পর ম্যাজিক ট্রিক দেখিয়ে সকলকে চমকে দিয়েছেন শ্রেয়স|
টেস্ট দলেও রয়েছেন তিনি| নিউজিল্যান্ডের বিরুদ্ধে সকলকে টেস্ট জার্সিতে চমকে দিতে পারেন কিনা সেটাই দেখার|