চেন্নাই: ২০২৩ সালে ভারতের (India) হয়ে ওডিআইতে (ODI) সবথেকে বেশি রান, সর্বাধিক শতরানকারী শুভমান গিল (Shubman Gill)। কিন্তু তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। কারণ কাপযুদ্ধে শুরুর মুখেই আচমকা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ডানহাতি ওপেনার। রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া ম্যাচের দিন সকাল পর্যন্ত গিলের জন্য অপেক্ষা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর জায়গায় ঈশান কিষাণকে (Ishan Kishan) খেলানো হয়েছে। এবার গিলকে নিয়ে নতুন আপডেট দিল বিসিসিআই (BCCI)।
ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তান ম্যাচেও খেলবেন না দেশের নতুন ব্যাটিং সেনসেশন। বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হল, “টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমান গিল ৯ অক্টোবর দলের সঙ্গে দিল্লি যাবেন না। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারা ওপেনিং ব্যাটার দিল্লিতে ১১ অক্টোবরের ম্যাচেও নেই। তিনি চেন্নাইতে থেকে যাচ্ছেন এবং মেডিক্যাল টিমের নজরদারিতে থাকছেন।”
আরও পড়ুন: ড্রেসিং রুমে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন কোহলি
? Medical Update: Shubman Gill ?
More Details ? #TeamIndia | #CWC23 | #MeninBluehttps://t.co/qbzHChSMnm
— BCCI (@BCCI) October 9, 2023
অর্থাৎ আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধেও রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন ঈশান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। মিচেল স্টার্কের (Mitchell Starc) অফস্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন। তবে অসাধারণ ফিল্ডিং করেছেন ঈশান। টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপের (T Dilip) প্রশংসা আদায় করে নিয়েছেন।
প্রসঙ্গত, রবিবার অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। বোলারদের, বিশেষ করে স্পিনারদের বিক্রমে অজিদের মাত্র ১৯৯ রানে বেঁধে ফেলা গিয়েছিল। সেই রান তুলতে গিয়ে প্রথমে হোঁচট খেলেও শেষ পর্যন্ত বিরাট কোহলি (Virat Kohli) এবং কে এল রাহুলের (KL Rahul) ব্যাট টিম ইন্ডিয়াকে সীমান পার করিয়েছে। ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হবে। প্রথম দিন সেই পদক জিতলেন কোহলি।