স্পোর্টস ডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)) সচরাচর দরাজ গলায় কারও প্রশংসা করেন না। বরং সমালোচক হিসেবেই তাঁর পরিচিত। কিন্তু ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) প্রশংসায় ভরিয়ে দিলেন শাস্ত্রী। সাফ জানিয়ে দিলেন, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের শীর্ষস্তরে আরও বহুদিন দেখা যাবে গিলকে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “কোনও সন্দেহ নেই, বহু বহু দিন ধরে শুভমন গিলকে দেখা যাবে কারণ ইংল্যান্ডে সিরিজটায় কী খেলেছে তা সবাই দেখেছে। আমার মনে হয়, এখন ওর বয়স মাত্র ২৫, এরকম এক্সপোজার পাওয়ার ফলে আরও উন্নতি করবে।”
আরও পড়ুন: টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি
প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে ৭৫৪ রান করেছেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে সবথেকে বেশি রানের যে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) দখলে ছিল তা ভেঙে দিয়েছেন তিনি। অবশ্য ব্যাটার হিসেবে ২০ রানের জন্য সানিকে ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। তবে শাস্ত্রী মনে করছেন, শীর্ষস্তরে থাকবেন গিল।
জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, “ও একদম শীর্ষস্তরে আছে, ও শীর্ষস্তরে থাকবে। ও শান্ত, রাজকীয়। ওকে একবার দেখলেই মনে হয় ওর মধ্যে একটা রাজসিক ব্যাপার আছে। যেভাবে ও ব্যাট করে তা চোখে খুবই সহজ মনে হয়। ওর ব্যাটিং খুবই সাবলীল এবং লম্বা ইনিংস খেলার ক্ষমতা রাখে।”
দেখুন অন্য খবর: