লখনউ: এটা কোন অস্ট্রেলিয়া! ফিল্ডিংয়ে চিরকাল দক্ষ দল তারা। মার্ক ওয়া, রিকি পন্টিং, মাইকেল বেভান, ডেভিড বুনরা ক্রিকেটের এই দিকটায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই দলের উত্তরসূরিরা লখনউয়ের মাঠে লজ্জা দিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছ’টি ক্যাচ ফস্কালেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। অধিনায়ক নিজে, উইকেটকিপার জস ইংলিশ, মিচেল মার্শ (Mitchell Marsh), মিচেল স্টার্ক (Mitchell Starc), মার্কাস স্টয়নিসরা একের পর এক এক ছাড়লেন। বিশ্বকাপ কেন, ক্রিকেটের ইতিহাসে ৫০ ওভারে সাতটা ক্যাচ মিস হয়েছে কি না জানা নেই। এই বিশ্বকাপে ক্যাচ ধরার হিসেবে সবার পিছনে অজিরা, ৫৪ শতাংশ। ভারত সবার আগে ৯২ শতাংশ।
৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১১ করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। সৌজন্যে কুইন্টন ডি ককের (Quinton de Kock) ১০৬ বলে ১০৯। এইডেন মার্করাম (Aiden Markram) ৪৪ বলে ৫৫ করলেন। একটা সময় বিশেষ করে যখন হেনরিখ ক্লাসেন এবং মার্করাম ব্যাট করছিলেন, মনে হচ্ছিল ৩৫০ হয়ে যাবে। কিন্তু মোক্ষম সময়ে দু’জনেই আউট হয়ে যান। প্রশংসা করতে হবে অজিদের ডেথ বোলিংয়ের। শুরুতে ডি ককের হাতে ধোলাইয়ের পরেও শেষের দিকে দারুণ ভাবে ফিরে আসেন।
আরও পড়ুন: Kolkata TV Breaking | প্র্যাকটিসে শুভমান, পাকিস্তান ম্যাচে খেলবেন?
Quinton de Kock became the leading run-scorer of the #CWC23 with his ton against Australia ?
#AUSvSA ?: https://t.co/7d7UZ9asRz pic.twitter.com/fHFUduLh8E
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 12, 2023
অজি বোলারদের মধ্যে সেরা পারফর্ম্যান্স দিলেন পার্টটাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল। ১০ ওভারে ৩৪ রান দিয়ে দুই উইকেট পান তিনি, সঙ্গে ছিল একটা মেডেন ওভার। অজি শিবিরের চিন্তা বাড়াচ্ছে অ্যাডাম জ্যাম্পার ফর্ম। দলের এক নম্বর স্পিনার তিনি, কিন্তু ঠিক ছন্দে নেই। আজ ১০ ওভারে ৭০ রান দিলেন, পেলেন এক উইকেট। মার খেলেন অধিনায়ক কামিন্সও ৯ ওভারে ৭১ দিলেন তিনি। স্টার্ক এবং হ্যাজলউড ডেথ ওভারে সামাল না দিলে বড় আরও বড় রান হতে পারত।
প্রথম ইনিংসের নায়ক অবশ্যই ডি কক। এই বিশ্বকাপের পরেই ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। কিছুদিন আগে জোহানেসবার্গে জীবনের শেষ ওডিআই ম্যাচ খেলার আগে তিনি বলেছিলেন, “আমার শরীর বলছে আমার বয়স ৪০। আমার পরিচয়পত্র বলছে ৩১। এদিকে আমার মন সবসময় ২০ বছরের মতো কাজ করতে চায়।” বিশ্বকাপের পরে ৫০ ওভারের ফর্ম্যাটের ধকল আর নিতে চান না। তবে শেষ বিশ্বকাপ অভিযানে নিজের সবটুকু নিংড়ে দিচ্ছেন।