মুম্বই: এই বিশ্বকাপে সবথেকে বিধ্বংসী ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২৮, ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৯-এর পর বাংলাদেশের বিরুদ্ধে ৩৮২ করল প্রোটিয়ারা। কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) তাণ্ডব দেখলেন ওয়াংখেড়ের দর্শকরা। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্তুতি চলছে। ডি কককে নিয়ে ততটা হইচই না হলেও, কোনও অংশে কম যাচ্ছেন না তিনি। দক্ষিণ আফ্রিকান ওপেনার এই নিয়ে তিনটি শতরান করে ফেললেন।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরির পর মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ১৪০ বলে ১৭৩ করলেন বাঁ হাতি ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার, সাতটি ছয়। ১০ রানের জন্য শতরান ফস্কালেন ক্লাসেন। ৪৯ বলে ৯০ করেন তিনি। দুটি চারের সঙ্গে মেরেছেন আটটি ছয়।
আরও পড়ুন: আবারও শতরান ডি ককের, এই বিশ্বকাপের তিন নম্বর
একটা বিশ্বকাপে সবথেকে বেশি শতরান করিয়েদের তালিকায় চলে এলেন ডি কক। ২০১৯ সালে পাঁচটি শতরান করেছিলেন রোহিত শর্মা। তিনি শীর্ষে। চারটে শতরান নিয়ে দ্বিতীয় কুমার সঙ্গাকারা। তিনটি করে করেছিলেন সৌরভ গাঙ্গুলি, ম্যাথিউ হেডেন এবং মার্ক ওয়া।
Unstoppable Quinton de Kock hits his third #CWC23 ton to power South Africa in Mumbai ?@mastercardindia Milestones ?#SAvBAN pic.twitter.com/i8yoBCNslR
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 24, 2023
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাট নিয়েছিলেন অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। চোটের কারণ এদিনও তাঁদের স্থায়ী অধিনায়ক টেম্বা বাভুমা খেলতে পারেননি। অস্থায়ী অধিনায়ক জানান, বাভুমা সুস্থ হয়ে ওঠার পথে, কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ হননি। আজ সকালে তিনি কেমন থাকেন সেই বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আজও প্রথম এগারোর বাইরে বাভুমা।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) আজকের ম্যাচে খেলবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। নিউজিল্যান্ড ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। দুই দিন আগেও নেটে বোলিং করতে দেখা যায়নি তাঁকে। আজ তিনি খেলেন কি না সেদিকে সবার নজর ছিল। অবশেষে ফিরলেন তিনি। মার্করামের উইকেট তিনিই নিলেন।