Sunday, August 3, 2025
Homeখেলাটোকিও অলিম্পিকের শর্তাবলী

টোকিও অলিম্পিকের শর্তাবলী

Follow Us :

জাপানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ| প্রতিদিনই কোনও না কোনও দলের অ্যাথলিট করোনার শিকার হচ্ছে| তাই আর ঝুঁকি নয়| অলিম্পিক শুরুর ৫ দিন আগেই অ্যাথলিট ও অফিসিয়ালসদের জন্য কঠিন শর্তাবলী জারি করেছে অলিম্পিক কমিটি|

শর্ত না মানলেই অলিম্পিক যাত্রা শেষ হতে পারে অ্যাথলিটদের| অলিম্পিক ভিলেজ থেকেও বের করে দেওয়া হবে তাঁকে| সোজা সাপ্টা জানিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক কমিটির তরফে|

প্রতিযোগিতায় অংশগ্রহন করার সময়টুকু বাদ দিয়ে এক মুহূর্তও মাস্ক ছাড়া থাকতে পারবেন না প্রতিযোগিরা| কেউ যদি সেই নিয়ম অমান্য করে তবে এবারের মতো অলিম্পিকের আশা শেষ তার| অথবা পদক জয়ের পরও যদি নিয়ম অমান্য হয় তবে, কেড়ে নেওয়া হতে পারে পদকও|

শুধু এটুকুই নয়| জাপানে পা দেওয়ার পরই অ্যাখলিটদের নতুন ফোন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| যেখানে দুটো অ্যাপ বাধ্যতামূলক| হেলথ চেকার এবং ট্র্যাকিং অ্যাপ রাখতেই হবে অ্যাথলিটদের|

এছাড়া প্রতিদিন শারীরিক অবস্থার ব্যখ্যা এবং করোনা পরীক্ষার ফলাফল আপডেট করতে হবে সকলকে|

সেইসঙ্গে অলিম্পিকের রীতি ভেঙে অ্যাথলিটদের যৌন সঙ্গমের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| এর থেকে করোনা ছড়াতে পারে বলেই আশঙ্কা কর্তাদের| অ্যাথলিটদের থাকার ঘরে তাই তৈরি হচ্ছে পিচবোর্ডের|

একসঙ্গে দল বেধে খেতেও যেতে পারবেন না অ্যাথলিট থেকে অফিসায়ালসরা| একা একাই যেতে হবে তাদের| কোনওরকম জড়িয়ে ধরা থেকে হ্যান্ডসেক পর্যন্ত করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| তাদের গতিবিধির ওপর নজর রাখা হবে| নিয়মের অন্যথা হলেই, নেমে আসতে পারে শাস্তির খাঁড়া|

এবারের অলিম্পিকে কোচ এবং অ্যাথলিটের সংখ্যা ৯০,৫০০ জন| যারমধ্যে ১১,৫০০ জন অ্যাথলিট এবং কোচ এবং সাপোর্ট স্টাফের সংখ্যা ৭৯,০০০|

ইতিমধ্যেই অ্যাথলিট এবং অফিসিয়ালস মিলিয়ে প্রায় ৫৫জন করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন|

আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট| তা সামাল দিতে এখন থেকেই শক্তহাতে হাল ধরার চেষ্টায় সকলে|

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39