স্পোর্টস ডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) শুরুটা স্বপ্নের মতো হয়েছিল ভারত অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। হেডিংলি টেস্টে সেঞ্চুরি, এজবাস্টন টেস্টে ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি— একের পর রেকর্ড চুরমার হয়ে যাচ্ছিল। তবে যে রেকর্ড ভাঙার দিকে গোটা ভারত তাকিয়েছিল তা হল এক সিরিজে সবথেকে বেশি রান। কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) সেই রেকর্ড কিন্তু অক্ষত থেকে গেল।
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ৭৭৪ রান করেছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার। ভারতীয় হিসেবে এক সিরিজে ওটাই সর্বোচ্চ রান। ওভাল টেস্টে গিলের প্রয়োজন ছিল ৫৩, তাহলেই সানিকে টপকে যেতে পারতেন। কিন্তু প্রথম ইনিংসে ২১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: আকাশ দীপের হাফ-সেঞ্চুরি, বড় লিডের পথে ভারত
১০ ইনিংস ব্যাট করে ৭৫৪ রানে সিরিজ শেষ করলেন গিল। গাভাসকরের ৭৭৪ রানের রেকর্ড ভাঙতে না পারলেও এই কীর্তি স্পর্শ করতে বহুদিন লাগবে। তবে সানির কীর্তির মাহাত্ম্য আলাদা, তিনি ভারতের হয়ে কেরিয়ারের প্রথম টেস্ট সিরিজে চার টেস্টের সিরিজে ৭৭৪ করেছিলেন। তাও ভয়ঙ্কর সব ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে, আবার হেলমেট ছাড়া।
প্রসঙ্গত, ওভাল টেস্টের তৃতীয় দিনে ভারতের লিড ২০১ রানের। শতরান করে অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল। শুক্রবার নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা আকাশ দীপ ৬৬ রান করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তাঁর সর্বোচ্চ রান। ড্রেসিং রুমে ঢুকতে গোটা দল তাঁকে সাধুবাদ জানাল। উঠে গিয়ে পিঠ চাপড়ে দিলেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
দেখুন অন্য খবর: