স্পোর্টস ডেস্ক: ভারতীয় হিসেবে এক টেস্ট সিরিজে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) ৭৭৪ রানের রেকর্ড ভাঙতে পারেননি শুভমন গিল (Shubman Gill)। তিনি থেমে গিয়েছেন ৭৫৪ রানে। তা সত্ত্বেও গিলকে ব্যক্তিগতভাবে পুরস্কার দিলেন সানি। শনিবার ওভাল টেস্টের (Oval Test) তৃতীয় দিনের শেষে ভারত অধিনায়কের হাতে একটি সই করা টুপি এবং টি-শার্ট তুলে দিলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার।
সানি জানালেন, রবিবার ভারতের জয় এবং সিরিজ ড্র হওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারতের জয়ের জন্য তিনি পরবেন ‘লাকি জ্যাকেট’। ২০২১ সালে ব্রিসবেনের গাবায় ওই জার্সি পরে খেলা দেখেছিলেন সানি এবং ভারত সেখানে ঐতিহাসিক জয় পেয়েছিল। রবিবার ওভালে সেই জ্যাকেটটাই পরবেন ‘লিটল মাস্টার’।
আরও পড়ুন: রবিবাসরীয় দিবসে ক্রিকেটের থ্রিলার, জিতবে কে?
প্রসঙ্গত, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) শুরুটা স্বপ্নের মতো হয়েছিল ভারত অধিনায়ক গিলের। হেডিংলি টেস্টে সেঞ্চুরি, এজবাস্টন টেস্টে ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি— একের পর রেকর্ড চুরমার হয়ে যাচ্ছিল। তবে যে রেকর্ড ভাঙার দিকে গোটা ভারত তাকিয়েছিল তা হল এক সিরিজে সবথেকে বেশি রান। কিংবদন্তি গাভাসকরের সেই রেকর্ড কিন্তু অক্ষত থেকে গেল।
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ৭৭৪ রান করেছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার। ভারতীয় হিসেবে এক সিরিজে ওটাই সর্বোচ্চ রান। ওভাল টেস্টে গিলের প্রয়োজন ছিল ৫৩, তাহলেই সানিকে টপকে যেতে পারতেন। কিন্তু প্রথম ইনিংসে ২১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক।
দেখুন অন্য খবর: