Friday, August 1, 2025
HomeScrollমেলবোর্ন মহারণে কী হবে ভারতের একাদশ?
Border-Gavaskar Trophy

মেলবোর্ন মহারণে কী হবে ভারতের একাদশ?

সবথেকে খারাপ ফর্মে আছেন অধিনায়ক রোহিত নিজে

Follow Us :

কলকাতা: ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট শুরু হতে আর বেশি সময় নেই। এ ম্যাচ যে হারা মানেই সিরিজ জেতার আশা শেষ। সিডনিতে যা আবহাওয়ার পূর্বাভাস তাতে এমসিজিতে হারলে সিরিজ হারও হতে পারে। সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final), এই মুহূর্তে সিরিজের ফলাফল, সবমিলিয়ে বছরের শেষ সপ্তাহে বছরের সেরা দ্বৈরথে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। নাথান ম্যাকসুইনির জায়গায় এসেছেন ১৭ বছর বয়সি ব্যাটার স্যাম কনস্টাস। চোট পাওয়া জশ হ্যাজলউডের পরিবর্তে খেলবেন স্কট বোল্যান্ড। এ ছাড়া আর কোনও পরিবর্তন হয়নি। কিন্তু রোহিত শর্মা, গৌতম গম্ভীররা কী করবেন? বদল আনবেন কি?

আরও পড়ুন: মেলবোর্নেও বিঘ্ন ঘটাবে বৃষ্টি! জানুন আবহাওয়ার আপডেট

সবথেকে খারাপ ফর্মে আছেন অধিনায়ক রোহিত (Rohit Sharma) নিজেই। কিন্তু তিনি নিজেকে বসাবেন এমন চিন্তা মাথাতে আনাই সম্ভব নয়। প্রথম একাদশে কোনও বদলই হবে বলে মনে হয় না। তবে বদল হতে পারে ব্যাটিং অর্ডারে। এক নয়, একাধিক বদল।

সূত্রের খবর, ওপেনিং স্পটে ফিরে যেতে পারেন রোহিত। সেক্ষেত্রে কে এল রাহুল তিন নম্বরে ব্যাট করবেন। বিরাট কোহলি তাঁর চার নম্বর জায়গা থেকে কোনও মতেই নড়বেন না। তাহলে শুভমান গিলকে পাঁচ বা ছয়ে নামতে হবে যা তিনি আন্তর্জাতিক কেরিয়ারে আজ অবধি করেননি।

এমসিজিতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39