কাতার: ফুটবলের দুনিয়ায় এই সময়ের নামী তারকারা সবাই বিশ্বকাপে (Qatar World Cup) তাঁদের প্রতিভার ছাপ রাখছেন। এমবাপে (Mbappe), মেসি (Messi), নেইমাররা (Neymar) গোল করছেন, করাচ্ছেন। কিন্তু সময়টা খারাপ যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। তিন ম্যাচ খেলে মাত্র একটা গোল, তাও পেনাল্টি (Penalty) থেকে। সবথেকে বড় কথা ম্যাচের ওপর কোনও প্রভাবই বিস্তার করতে পারছেন না, যার ফলে বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠেছে, শেষ ষোলোয় সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে বসানো হোক রোনাল্ডোকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, খোদ পর্তুগালের (Portugal) অধিকাংশ মানুষই চাইছেন না সি আর সেভেনকে (CR7) প্রথম থেকে খেলানো হোক। এখানেই শেষ নয়, এর উপর যুক্ত হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের বিতর্ক। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে ৬৫ মিনিটে তাঁকে বেঞ্চে তুলে নেন কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। এই সিদ্ধান্তে স্পষ্টতই বিরক্ত পর্তুগিজ মহাতারকাকে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখা যায়। কাউকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলেন রোনাল্ডো।
আরও পড়ুন: Qatar World Cup: হাসপাতালে শুয়েই ম্যাচ দেখলেন পেলে, ম্যাচ শেষে সম্মান জানালেন নেইমাররা
পরে জানা যায়, কোচ নয়, দক্ষিণ কোরিয়ার এক প্লেয়ারের উদ্দেশে ওই অভিব্যক্তি ছিল। কিন্তু তাতেও যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন পর্তুগালের কোচ। স্যান্টোস বলেছেন, হ্যাঁ আমি ছবিতা দেখেছি, কিন্তু একেবারেই পছন্দ হয়নি, সত্যিই পছন্দ হয়নি। তবে কোচ বলছেন, ইস্যুটা এখন অতীত। বন্ধ দরজার পিছনে মীমাংসা হয়ে গিয়েছে।
সমস্যা আছে আরও। বিশ্বকাপ চলাকালীনই খবর চাউর হয়ে গেছে, সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরের (Al-Nassr) সঙ্গে বিপুল টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। এই নিয়ে তাঁর দেশের একাধিক প্লেয়ারকে প্রশ্নবাণে জর্জরিত করেছে সংবাদমাধ্যম। বলা বাহুল্য এতে ফোকাস নষ্ট হয়। রোনাল্ডো নিজে বলেছেন, তাঁর ফোকাস ঠিকই থাকবে। কিন্তু সবাই তো আর রোনাল্ডো নন, সবাই পাঁচবার ব্যালন ডোর জয়ী ফুটবলার নয়। ফলে তাঁদের সমস্যা হতেই পারে। এ ব্যাপারেও খুব একটি খুশি নন ফার্নান্দো স্যান্টোস। আজ তাই দলের অধিনায়ককে শুরু থেকে খেলান কি না সেটাই দেখার।