Sunday, August 3, 2025
Homeখেলাদুরন্ত সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের, রজনীকান্ত স্টাইলেই সেলিব্রেশন

দুরন্ত সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের, রজনীকান্ত স্টাইলেই সেলিব্রেশন

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা তিনি| দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দলে তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে কথাবার্তা| সেই ভেঙ্কটেশ আইয়ারই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বিজয় হাজারে(Vijay Hazare Trophy) ট্রফিতে| সেঞ্চুরি করে রজনীকান্ত স্টাইলে সেলিব্রেশন| আর তাতেই মুগ্ধ সকলে|

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে উথ্থান ভেঙ্কটেশ আইয়ারের| সেই থেকেই সকলের নজর তাঁর ওপর| আর বিজয় হাজারে ট্রফিতে তো দুরন্ত ছন্দে রয়েছেন এই তরুণ তারকা| চার দিনে পরপর দুটো সেঞ্চুরি| চন্ডীগড়ের বিরুদ্ধে তো মাঠে ফের দেখা গেল রানের ঝড়| ভেঙ্কটেশের ব্যাট থেকে শুধুই চার, ছক্কার ঝলকানি|

চন্ডীগড়ের বিরুদ্ধে ১১৩ বলে ১৫১ রানের ঝোড়ো ইনিংস খেললেন ভেঙ্কটেশ আইয়ার| আর সেইসঙ্গে মাঠেই দেখালেন রজনীকান্তের স্টাইল| রজনীকান্তের স্টাইলে সানগ্লাস পরা এবং সেলুটের স্টাইল নকল করে সেঞ্চুরি সেলিব্রেট করলেন তিনি| একইসঙ্গে রজনীকান্তের জন্মদিনে এটাই তাঁর শুভেচ্ছাও|

রজনীকান্তের ভক্ত তিনি বরাবরই| নাইটদের বিরুদ্ধে আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করার পরই বিভিন্ন জায়গায় তাঁর রজনীকান্ত ভক্ত হওয়ার নানান কথা জানা গিয়েছে| তিনি নিজেই জানিয়েছিলেন একবার নয় রজনীকান্তের সিনেমা তিনি বহুবার দেখতে পারেন| আর তাঁর রজনীভক্তিতে যে এতটুকু খাদ নেই, তা বিজয় হাজারে ট্রফির মঞ্চ থেকেই বুঝিয়ে দিলেন তিনি|

একইসঙ্গে দুর্ধর্ষ পারফরম্যান্স করে নির্বাচকদেরও চিন্তা যে তিনি বাড়াচ্ছেন তাও বেশ স্পষ্ট| বিজয় হাজারে ট্রফিতে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার পরই ভারতীয় একদিনের দল ঘোষণা করা হবে| এই মঞ্চের পারফরম্যান্সের ভিত্তিতেই দলে সুযোগ পেতে পারেন তরুণ ক্রিকেটাররা|

আর সেই প্রতিযোগিতাতেই রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জোরালো দাবীদার হয়ে উঠছেন ভেঙ্কটেশ আইয়ারও| ইতিমধ্যেই ভারতীয় দলের ওপেনার হিসাবে ধওয়ান, রুতুরাজের পাশাপাশি ভেঙ্কটেশের কথাও শোনা যেতে শুরু করেছে|

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39