পুনে: অপ্রতিরোধ্য ভারত, অপ্রতিরোধ্য বিরাট কোহলি। বাংলাদেশের দেওয়া লক্ষ্য ২৫৭ যেন ১৫৭ রানের মতো মনে হল। মঞ্চটা রোহিত শর্মা এবং শুভমান গিল বানিয়ে দিয়েছিলেন। সেই মঞ্চেই চোখধাঁধানো পারফরম্যান্স করলেন কোহলি। শেষ মুহূর্তে একটা টেনশন তৈরি হয়েছিল। সেঞ্চুরি করতে কোহলির যে রান দরকার তার থেকে কম রানে ভারত ম্যাচ জেতে। শেষ পর্যন্ত ছয় মেরে এই বিশ্বকাপের প্রথম শতরান করে ফেললেন কিং কোহলি। গোটা স্টেডিয়াম ফেটে পড়ল উল্লাসে।
বাংলাদেশ (Bangladesh) যে রকম শুরু করেছিল তাতে মনে হচ্ছিল ৩০০ পার করে দেবে। কিন্তু তা হল না। মাহমুদুল্লাহর (Mahmudullah) শেষদিকের ইনিংস না হলে ২৫০০-ও হত না। ওপেনিং জুটিতে উঠেছিল ৯৩ রান। তানজিদ হাসান এবং লিটন দাস (Litton Das) দুজনেই হাফসেঞ্চুরি করেন। রান রেটও তখন ছয়ের উপরে ছিল। মহম্মদ সিরাজ (Mohammad Siraj), শার্দূল ঠাকুররা (Shardul Thakur) বেশ মার খাচ্ছিলেন। রানের গতিতে ব্রেক লাগালেন ভারতের স্পিনাররা। সেই সঙ্গে উইকেটও তুললেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ১০ ওভারে ৪৭ রান দিয়ে এক উইকেট নিলেন আর রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৩৮ রান দিয়ে দুই উইকেট।
আরও পড়ুন: অষ্টমবার ব্যালন ডোর পাচ্ছেন লিওনেল মেসি!
???????!
Number 4⃣8⃣ in ODIs
Number 7⃣8⃣ in international cricketTake a bow King Kohli ??#CWC23 | #TeamIndia | #INDvBAN | #MenInBlue pic.twitter.com/YN8XOrdETH
— BCCI (@BCCI) October 19, 2023
বিনা উইকেটে ৯৩ রান বাংলাদেশ ১৩৭ রানে চার উইকেট হয়ে যায়। তারপর তৌহিদ হৃদয়কে নিয়ে খেলা ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। হৃদয় বেশি রান করতে না পারলেও মুশফিক ৪৬ বলে ৩৮ করেন। তিনি আউট হওয়ার পর ২৫০ হবে না মনে হচ্ছিল। এখান থেকে দায়িত্ব নিলেন আর এক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ। তাঁর ব্যাটে ভর করেই ২৫০-র গণ্ডি পেরল ওপার বাংলা।
স্বমেজাজে রান তাড়া শুরু করেন অধিনায়ক রোহিত। সাতটা চার এবং দুটি ছয় সহ ৪০ বলে ৪৮ করে আউট হন তিনি। গিল অবশ্য হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন। তবে তিনি আজ ততটা বিস্ফোরক ছিলেন না। সমস্ত স্পটলাইট কেড়ে নিলেন সেই চেজমাস্টার। ৯৭ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংসে ছিল ছ’টা চার এবং চারটে ছয়। এই নিয়ে ৪৮টি ওডিআই সেঞ্চুরি হল কোহলির। আর একটা হলেই ছুঁয়ে ফেলবেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বরকে। কে বলতে পারে, হয়তো এই বিশ্বকাপে শচীনকে টপকেই গেলেন কোহলি। আজকের দুশ্চিন্তার জায়গা একটাই, হার্দিক পান্ডিয়ার চোট। ম্যাচ শেষে রোহিত জানালেন, সম্ভবত বড় কোনও চোট হয়নি। কালে সকালে হার্দিক কেমন থাকেন সেটা দেখা হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা।