মোহালি: আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG) টি২০ সিরিজ (T20 Series)। জুন মাসে টি২০ বিশ্বকাপের আগে এই ফর্ম্যাটে এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ ভারতের, কাজেই সিরিজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আফগানিস্তান ‘আন্ডারডগ’ ঠিকই কিন্তু তারা যে হেভিওয়েটদের বেগ দিতে পারে তা একদিনের বিশ্বকাপেই দেখা গিয়েছে। বিশেষ করে রশিদ খান (Rashid Khan), মুজিব উর রহমান, মহম্মদ নবির মতো বিশ্বমানের স্পিনার রয়েছে তাদের দলে। ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলেই দিয়েছেন, আফগান স্পিনারদের সামলানো চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ভারত-আফগানিস্তান টি২০ দ্বৈরথ কখন কোথায় দেখবেন
আজকের ম্যাচে অবশ্য দুই দলই তাদের দুই তারকাকে ছাড়া নামছে। খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli) এবং রশিদ খান। নজর থাকবে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) উপর। জাতীয় দলের জার্সিতে ক্রমশ ফিনিশার হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন তিনি। অবশ্য এখনও প্রতিষ্ঠিত হয়ে ওঠেননি। কেকেআর ব্যাটারের দিকে যে বিশেষ নজর থাকবে তা বলেছেন দ্রাবিড়ও। তিনি এও জানান, আফগানিস্তান সিরিজ রিঙ্কুর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও এক সুযোগ।
?️ ?️ It will be a good challenge against the Afghanistan spinners and we are looking forward to it#TeamIndia Head Coach Rahul Dravid ahead of the #INDvAFG T20I series starting tomorrow @IDFCFIRSTBank pic.twitter.com/Tr6P7zOMSL
— BCCI (@BCCI) January 10, 2024
বুধবার সাংবাদিক সম্মেলনে ‘দ্য ওয়াল’ বলেন, “ফিনিশারের ভূমিকায় ও (রিঙ্কু) ভালো পারফর্ম করে চলেছে। ক্রিকেটার হিসেবে নিজেকে উন্নীত করতে এই সিরিজ ওর কাছে আরও এক সুযোগ।” দ্রাবিড় আরও বলেন, “এখানে এবং আইপিএলে ও যতটা সুযোগ ও পাবে তা ওর উন্নতির জন্য ভালো। একজন খেলোয়াড় যখন ভালো খেলে, সে নির্বাচকদের ভাবনায় চলে আসে।” প্রসঙ্গত, আজ দ্রাবিড়ের জন্মদিন। শুভদিনে ভারতের জয়ই সেরা উপহার হতে পারে।