স্পোর্টস ডেস্ক: আর কয়েক ঘণ্টার মধ্যে শুরু হয়ে যাবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) চতুর্থ টেস্ট ম্যাচ। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) এই ম্যাচ ভারতকে জিততেই হবে। হারলে সিরিজ খোয়াতে হবে, ড্র করলে সিরিজ ড্র করার একটা সুযোগ থাকবে। তবে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না শুভমান গিল (Shubman Gill), গৌতম গম্ভীররা (Gautam Gambhir)।
ইংল্যান্ড তাদের প্রথম একাদশ দু’দিন আগেই ঘোষণা করে দিয়েছে। সবার নজর ভারতের চূড়ান্ত একাদশে। বিশেষ করে পেস বোলিং কম্বিনেশন কী হয় সেটা দেখার অপেক্ষায় সবাই। সোমবার সাংবাদিক সম্মেলনে এসে মহম্মদ সিরাজ (Mohammad Siraj) জানিয়ে দিয়েছিলেন, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলবেন। অর্শদীপ সিং চোটে ছিটকে গিয়েছেন। নীতীশ কুমার রেড্ডি গোটা সিরিজেরই বাইরে।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার টেস্টের একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড, বদল একটাই
ম্যাচের আগের দিন জানা গেল, কুঁচকির চোট ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে ছিটকে দিয়েছে আকাশ দীপকেও। এই অবস্থায় বুমরা এবং সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ অথবা অনশুল কম্বোজ (Anshul Kamboj)। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট কম্বোজের অভিষেক চাইছে। কৃষ্ণ প্রথম দুই টেস্টে সুযোগ পেয়ে ‘ইমপ্রেস’ করতে পারেননি। তাই কম্বোজের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।
ভারতের পক্ষে সুখবর, উইকেটকিপার হিসেবে খেলবেন ঋষভ পন্থই (Rishabh Pant)। লর্ডস টেস্টে আঙুলে চোট পাওয়ায় তাঁর দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। তবে অনুশীলনে কিপিং করেছেন পন্থ। তিন নম্বরে করুণ নায়ারকেই ব্যাক করছে ম্যানেজমেন্ট। ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ তিনি, তবে নতুন বলটা পুরনো করতে সাহায্য করছেন।
দেখুন অন্য খবর: