স্পোর্টস ডেস্ক: ওভাল টেস্টে (Oval Test) রুদ্ধশ্বাস জয় দিয়ে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy) শেষ করেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ২-২ ড্র করে মাথা উঁচু করে দেশে ফিরছেন শুভমন গিল (Shubman Gill), মহম্মদ সিরাজরা (Mohammad Siraj)। সোশ্যাল মিডিয়া এখনও ওভাল টেস্টে তাঁদের কীর্তিতে সরগরম। আবার কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া, এটাই এখন সবথেকে বড় আগ্রহের বিষয়।
আপাতত প্রায় একমাস বিশ্রাম করবেন ভারতীয় দলের সদস্যেরা। পরের মিশন এশিয়া কাপ (Asia Cup 2025) যা আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। তার আগে ১৭ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি২০ এবং তিনটি ওডিআই খেলার কথা ছিল ভারতের। কিন্তু তা আগামী বছরের সেপ্টেম্বর মাসে পিছিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিরাজের পদোন্নতি বাঙালি আইপিএসের প্রস্তাবেই! জানুন এক্সক্লুসিভ খবর
বাংলাদেশ সিরিজ বিলম্বিত হওয়ায় ভারতের এর পরের খেলা ১০ সেপ্টেম্বর। এশিয়া কাপে সেদিন সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু। ভারতীয় সময় সন্ধে ৭.৩০ খেলা শুরু। আমিরশাহি ছাড়া ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে ওমান ও পাকিস্তান। চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বৈরথ ১৪ সেপ্টেম্বর এবং ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর।
‘এ’ এবং ‘বি’ গ্রুপ থেকে শীর্ষস্থানে শেষ করা দুটি করে দল নিয়ে খেলা হবে সুপার ফোর রাউন্ড। সুপার ফোরের সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে। ২০২৩ সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল তারাই। প্রসঙ্গত, এবার এশিয়া কাপ খেলা হবে টি২০ ফর্ম্যাটে।
দেখুন অন্য খবর: