Sunday, August 3, 2025
HomeScrollভারত বা ইংল্যান্ড নয়, ওভালে আসল খেলা দেখাবেন বরুণদেব?
Anderson-Tendulkar Trophy

ভারত বা ইংল্যান্ড নয়, ওভালে আসল খেলা দেখাবেন বরুণদেব?

দ্বিতীয় দিনেও কি একইভাবে ভেস্তে যাবে ওভাল টেস্ট?

Follow Us :

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার বৃষ্টিতে ভেসেছে ওভাল। দীর্ঘ সময় বন্ধ ছিল অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) নির্ণায়ক টেস্ট। ম্যাচের প্রথম দিন পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি (Rainfall) নামে ম্যাচের মাঝে। তার জেরে এদিন মাত্র মাত্র ৬৯ ওভার খেলা সম্ভব হয়। আর সেই সময়েই ব্যাটিং বিপর্যয়ে মুখে পড়ে ভারত (India Cricket Team)। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হাফ-ডজন উইকেট হারিয়ে মাত্র ২০৪ রানই স্কোরবোর্ডে তুলেছে টিম ইন্ডিয়া। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় দিনেও কি একইভাবে ভেস্তে যাবে ম্যাচ? চলুন ওভালের আবহাওয়ার (Oval Weather Today) দিকে একবার নজর দেওয়া যাক।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় দিনেও আকাশ মেঘলা থাকবে। তবে সারাদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, কিন্তু শেষ সেশনে বৃষ্টি খেলা ব্যাহত করতে পারে। এদিন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মেঘলা পরিস্থিতিতে দুই দলের পেসারদেরই দাপট দেখানোর সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: জল্পনায় ইতি! ভারতীয় দলের কোচের দায়িত্বে নতুন মুখ

চতুর্থ দিন, রবিবার দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩৭ শতাংশ, আর সোমবার শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা ৩১ শতাংশ। অর্থাৎ, প্রতিদিনই আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার জন্য এই টেস্ট মরণবাঁচনের। জিততেই হবে। ড্র হলেও সিরিজ হাতছাড়া হবে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনেই বহু সময় বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় চিন্তা আরও বেড়েছে। মেঘলা স্যাঁতসেঁতে আবহাওয়ার সুবিধা নিয়ে ইংল্যান্ডের পেসাররা ভারতীয় ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেছে। যদিও চোটের কারণে ক্রিস ওকস মাঠ ছাড়ায় স্বাগতিকদের একজন বোলার কম নিয়ে খেলতে হতে পারে।

এদিকে প্রথম দিনে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হানে ইংলিশ পেসাররা। ঘণ্টা দেড়েক খেলার পর নেমে আসে বৃষ্টি, প্রায় দু’ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফের মাঠে নামলেও খেলা বারবার থেমেছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের তৃতীয় সেশনেও একই দৃশ্য দেখা যেতে পারে।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39