দুবাই: আগামী ২৪ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ৷ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত৷ উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে৷ সেই ম্যাচেই প্রথমবার নামছে ধোনিহীন টিম ইন্ডিয়া৷ বিশ্বের দ্য বেস্ট ফিনিশার এবার নেই ভারতীয় দলে৷ আর তাতেই দায়িত্বের ভার বাড়ছে হার্দিক পান্ডিয়ার৷
মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামছে ভারত৷ ডাগ আউটে থাকলেও, দলের সঙ্গে মাঠে থাকতে পারবেন না তিনি৷ এই পরিস্থিতিতে দলের ফিনিশারের ভূমিকা পালন করা নিয়েই কঠিন চ্যালেঞ্জের মুখে হার্দিক৷
ছ নম্বরে পজিশনে ব্যাট করতে নামতেন মহেন্দ্র সিং ধোনি৷ এবারের বিশ্বকাপে সেই জায়গায় নামতে পারেন হার্দিক পান্ডিয়া৷ এছাড়াও ধোনি থাকাকালীনই অনেকে তাঁকেও ফিনিশার হিসাবে দেখা শুরু করেছিলেন৷
আইপিএলে নামলেও এখনও পর্যন্ত বল হাতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে৷ তাঁর পারফরম্যান্স নিয়েও চর্চা চলছে বিভিন্ন মহলে৷ গোটা আইিএলে হার্দিক পান্ডিয়ার থেকে সেই বিধ্বংসী পারফরম্যান্সের ঝলক দেখা যায়নি৷ যদিও বিশ্বকাপের মঞ্চে নামার আগে হার্দিক পান্ডিয়া অবশ্য এসব নিয়ে চিন্তিত নন৷
বরং নিজের দায়িত্ব পালন করা নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি৷ ধোনির অনুপস্থিতিতে দলের ফিনিশারের ভূমিকা যথাযথভাবে পালন করাই এখন একমাত্র লক্ষ্য হার্দিক পান্ডিয়ার৷
A life coach and a family member like no other! ?#OneFamily #MumbaiIndians #T20WorldCup @msdhoni @KieronPollard55 @hardikpandya7 pic.twitter.com/PdwAmYLcy8
— Mumbai Indians (@mipaltan) October 18, 2021
আইসিসির সাইটে ইন্টারভিউ দেওয়ার সময় এদিন বারবারই ধোনির কথা উঠে এসেছে হার্দিকের মুখে৷ প্রতিটা পরিস্থিতিতে ধোনির থেকে কেমনভাবে সবকিছু শিখেছে, সেগুলোই এবারের বিশ্বকাপে কাজে লাগাতে চাইছেন ভারতের সুপারস্টার হার্দিক৷ ধোনিকে দেখেই সবকিছু শেখা তাঁর৷ এবার সেই ধোনির দায়িত্ব পালন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হার্দিকের সামনে৷
রবিবার থেকে দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে ড়েছেন তিনিও৷ এখন শুধুই সাল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে চান তিনি৷