Friday, August 1, 2025
Homeখেলাবিতর্কিত গোলে জয় ব্রাজিলের

বিতর্কিত গোলে জয় ব্রাজিলের

Follow Us :

ব্রাজিল–২  কলম্বিয়া–১

(ফির্মিনো, কাশেমিরো)   (লুইস দিয়াজ)

কোপা আমেরিকায় পর পর তিনটে ম্যাচ জিতল ব্রাজিল। তবে আগের দুটো ম্যাচের মতো নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলতে পারেনি তারা। আর এবারের টুর্নামেন্টে এই প্রথম গোল খেল ব্রাজিল। ম্যাচের দশ মিনিটেই কলম্বিয়ার লুইস দিয়াজ গোল করে এগিয়ে দেন কলম্বিয়াকে। এই গোল শোধ করতে ব্রাজিলের কালঘাম ছুটে যায়। অবশেষে ৭৮ মিনিটে ব্যাক ভলি থেকে গোলটি শোধ করেন রবের্তো ফির্মিনো। তবে এই গোলটি বিতর্কিত।

কলম্বিয়ার ডিফেন্স একটি বল ক্লিয়ার করলে সেটি রেফারির গায়ে লাগে। কলম্বিয়া ফুটবলাররা ভেবেছিলেন, রেফারি খেলা বন্ধ করবেন। কিন্তু তিনি তা করেননি। এবং সেই মুভমেন্ট থেকেই গোল হয়ে যায়। ফির্মিনোর ব্যাক ভলি গোলকিপার অসপিনার বাঁচানো উচিত ছিল। কিন্তু বল তাঁর হাতে লেগে গোলে ঢুকে যায়। এর পর কলম্বিয়া ফুটবলাররা গোল নাকচের জন্য রেফারির কাছে দরবার করেন। রেফারি অবশ্য তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। কিন্তু এই বাকবিতণ্ডায় অনেকক্ষণ খেলা বন্ধ থাকে। এর জন্য চতুর্থ রেফারি দশ মিনিট সংযুক্ত সময়ের নির্দেশ দেন। এই সময়েই গোল করে ব্রাজিলকে জেতান কাশেমিরো।

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ মানেই বিতর্ক। ২০১৪ সালের বিশ্ব কাপের এই ম্যাচেই আহত হয়ে মাঠ ছাড়তে হয় নেমারকে। সেই বিশ্ব কাপে তিনি আর খেলতে পারেননি। সেবারের মতো এবারের কোপা আমেরিকাও হচ্ছে ব্রাজিলে। এবং বুধবার নেমার আহত না হলেও তিনি নিজের খেলা খেলতে পারেননি। বা বলা যায়, তাঁকে খেলতে দেয়নি কলম্বিয়া। লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে কলম্বিয়ার একটু মারকুটে ফুটবল খেলার প্রবণতা আছে। এদিনও ব্রাজিলের বিরুদ্ধে তারা সেই রকম খেলার চেষ্টা করে। ব্রাজিল ইতিমধ্যেই দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। তাই তারাও কোনও রকম ঝুঁকি নেয়নি।

কিন্তু বিরতির পর গোল শোধের জন্য মরিয়া হয় ব্রাজিল। মাঝ মাঠে কাসেমিরোর নেতৃত্বে তারা ফুঁসে ওঠে। স্কিলের উপর নির্ভর করেই ম্যাচে ফিরতে চায় ব্রাজিল। কিন্তু কলম্বিয়ার টাফ ডিফেন্স তাদের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত রবের্তো ফির্মিনোর গোলে সমতা ফেরায় তারা। ৭৮ মিনিটে গোল শোধের পর ব্রাজিল কিন্তু ঝাঁপ বন্ধ করেনি। তারা ম্যাচটা জিততেই চেয়েছিল। সেই লক্ষ্যে তারা পৌছতে পারল সংযুক্ত সময়ে কাশেমিরোর গোলে। তবে দশ মিনিট অতিরিক্ত সময় না পেলে সটা সম্ভব হত কি না তা নিয়ে সন্দেহ থাকছেই।

ব্রাজিল এর আগের দুটি ম্যাচে ভেনেজুয়েলা ও পেরুকে হারিয়েছিল। এবার হারাল কলম্বিয়াকে। রবিবার গ্রূপ বি-র শেষ ম্যাচে তাদের সামনে ইকোয়েডর। তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে তারা গ্রূপ শীর্ষে। আর কলম্বিয়ার তিন ম্যাচে মাত্র চার পয়েন্ট। এখন দেখার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আবার আর্জেন্তিনার সামনে পড়ে কি না।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | রবীন্দ্র-নজরুলের বাংলায় গোরক্ষকদের তা/ণ্ডব, এবার দুর্গাপুরে হচ্ছেটা কী?
00:00
Video thumbnail
Nabanna | 'আমাদের পাড়া আমাদের সমাধান' নজরদারির জন্য দায়িত্বে ৪০ জন সিনিয়র আইপিএস
00:00
Video thumbnail
Hooghly | রচনা vs অসিত? তুলকালাম চুঁচুড়ায়
00:00
Video thumbnail
INDIA | Donald Trump | ট্রাম্পের ২৫% শুল্ক বড় সিদ্ধান্ত ভারতের কী কী পদক্ষেপ দিল্লির? দেখুন
00:00
Video thumbnail
RG Kar Incident | ঝাঁটা হাতে CGO অভিযান দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Bangla Bolche | Ankan Dutta | বল জয় শ্রীরাম, দুর্গাপুরে গাড়ি আটকে নিদান বিজেপির
04:13
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার কি টক্কর? দেখুন ঘোষালনামা
04:48
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | রাশিয়া থেকে তেল নেবে না ভারত? দেখুন ঘোষালনামা
05:39
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | খসড়া ভোটার তালিকায় বাদ গেল কত লক্ষ? দেখুন ঘোষালনামা
04:59
Video thumbnail
Beyond Politics (বিয়ন্ড পলিটিক্স) | ট্রাম্পের শুল্কনীতির ফলে ভারতের অর্থনীতি জলে?
07:11

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39