বাদুরিয়া: ফের বাদুড়িয়া বাকিবুরের (Bakibur Rahaman) নতুন সম্পত্তির হদিশ। চোখ ধাঁধানো ঝাঁ চকচকে গোডাউন। এখনও নাইট গার্ড কর্মরত সেখানে। উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা ও বাদুড়িয়া রোডের আগাপুর এলাকায় চারবিঘা জমির উপর এই গোডাউন গড়ে উঠেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
বসিরহাটের (Basirhat) বাদুড়িয়ার (Baduria) জেলে পাড়ার পর এবার বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুর গ্রাম। প্রায় ৪ বিঘা জমির উপর চালের গোডাউনের হদিশ। গত ছ’মাস আগে ওই গোডাউন নীল-সাদা রঙ করা হয়েছে বলে জানা গিয়েছে। গোডাউনে কাজ শুরু না হলেও বেড়াচাঁপা-বাদুড়িয়া রোডের পাশে এই ঝাঁ চকচকে বিল্ডিং রীতিমতো নজর কেড়েছে গ্রামবাসীদের। যদিও এ বিষয়ে তাঁরা মুখ খুলতে নারাজ। ওই গোডাউন দেখাশোনার জন্য দু’জন কেয়ারটেকার আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: গাইঘাটায় বাকিবুরের বেনামি রেশন দোকানের হদিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গোডাউন বাকিবুরের নয়। মুকুল মণ্ডল নামে তার এক আত্মীয়ের। প্রশ্ন উঠেছে, তাহলে কি বাকিবরের আত্মীয় মুকুলের সঙ্গে তার ব্যবসায়ী যোগসূত্র রয়েছে? এলাকাবাসীরা ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা জানিয়েছেন, এই সম্পত্তির মালিক বাকিবুর। তাহলে কি এই সম্পত্তি বেনামি? কর্মরত এক কেয়ারটেকার জানিয়েছেন, ২০১২-১৩ সালে এখানে জমি কেনা হয়েছিল। তারপর এই জমির উপর বিল্ডিং তৈরি হয়েছে। ছ’মাস আগে গোডাউনটি ঝাঁ চকচকে নতুন বিল্ডিংয়ে রঙ করা হয়েছে। এখনও পুরোপুরি গোডাউন চালু হয়নি বলে জানান তিনি।
দেখুন আরও অন্যান্য খবর: