ধূপগুড়ি: কুকুরের কামড়ে জখম বেশ কয়েকজন, ঘটনাস্থলে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি। কুকুরের কামড়ে জখম হলেন শিশু সহ ১০ থেকে ১২ জন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভেমটিয়া এলাকায় একটি কুকুর এসে একের পর একজনের উপর চড়াও হয়। এমনকী একজন শিশুর মুখেও কামড় দেয় বলে অভিযোগ। শিশু সহ প্রায় ১০-১২ জন কুকুরের কামড়ে জখম হয়েছেন। এদিকে কুকুরটিকে সেই এলাকায় আর দেখা যায়নি। স্থানীয়দের অনুমান, ওই কুকুরটি পাগল হয়ে গিয়ছে। সে কারণেই এই ঘটনা ঘটেছে।
এদিকে কুকুরের কামড়ে জখমদের ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়িতে স্থানান্তিরতা করা হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে এদিন সকালে সেই ভেমটিয়া এলাকায় যান ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, বিডিও জয়ন্ত রায় ও এলাকার উপপ্রধান আবু তাহের। তাঁরা জখম ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন।