কোচবিহার: কীর্তন থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য দিনহাটা এলাকায়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে দিনহাটা হিমঘর রোড এলাকায় ওই গুলি চালানোর ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, ঘটনায় গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম ইয়াসিন খন্দকার। তাঁর বাড়ি দিনহাটা ভিলেজ ১ এর ফকিরটারি এলাকায়। গতকাল রাতে তিনি কীর্তন থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পান এবং তারপরেই কিছুক্ষণ পরে ব্যথা অনুভব করেন এবং স্থানীয় লোকেদের বিষয়টি জানালে স্থানীয় লোকেরা তাঁকে জানান তাঁর গুলি লেগেছে। এরপরেই তাঁকে উদ্ধার করে টোটোতে করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে আসে দিনহাটা থানার পুলিশ। তবে কী কারণে ওই এলাকায় বিকট শব্দ হয়েছিল এবং কীভাবে ওই ব্যক্তির পেটে গুলি লাগলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও পড়ুন: সুজিতের কাছে কী কী জানতে চাইল ইডি?