Sunday, August 17, 2025
Homeরাজ্য'এই কেন্দ্রের দায়িত্ব নিন আপনারা, বাকি ৪১ কেন্দ্র আমি দেখব, ডায়মন্ড হারবারের...
Abhishek Banerjee

‘এই কেন্দ্রের দায়িত্ব নিন আপনারা, বাকি ৪১ কেন্দ্র আমি দেখব, ডায়মন্ড হারবারের জনসভায় মন্তব্য অভিষেকের

তাঁর কেন্দ্রের জন্য নরেন্দ্র মোদি সরকার ১০ পয়সাও খরচ করেনি, দাবি তৃণমূল প্রার্থীর

Follow Us :

ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার আপনারা দেখুন, বাকি ৪১ কেন্দ্রের দায়িত্ব আমার। সাতগাছিয়নির্বাচনে থেকে বললেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসন ডায়মন্ড হারবার। এখান থেকে তৃতীয়বারের জন্য তৃণমূলের প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার নিজের লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করলেন অভিষেক। জনসভার শুরুতেই বললেন, ভোট চাইতে নয়, পরিবারের সঙ্গে দেখা করতে এলাম। অভিষেক বলেন, আমাকে এই কেন্দ্র থেকে জেতানোর দায়িত্ব আপনাদের। বাকি ৪১টা কেন্দ্র থেকে দলকে জেতানোর দায়িত্ব আমার। জনসভায় অভিষেক বলেন, নিজের লোকসভা কেন্দ্রের সেই ‘উন্নয়ন মডেল’ রাজ্যের বাকি ৪১টি কেন্দ্রেও চালু করবেন।

এদিন তৃণমূল প্রার্থী বলেন, শেষ দশ বছরে ডায়মণ্ড হারবার মডেল উন্নয়ন এবং অগ্রগতির পরিপূরক হয়ে উঠেছে। ডায়মণ্ড হারবার মডেল আজ ডায়মণ্ড হারবারবাসী-সহ সারা বাংলার মানুষের গর্ব। আজকের সাতগাছিয়ার জনসভার বিপুল জনসমাবেশ আমায় জানান দিল, আগামী পাঁচ বছর তাঁদের সেবা করার জন্য তাঁরা আমায় পুনরায় সুযোগ দিতে চলেছেন। সেই সঙ্গে জানালেন, ডায়মন্ড হারবারে (Diamond Harbour) গত ১০ বছরে কত কোটি টাকার কাজ হয়েছে। ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য প্রতি বছরে, প্রতি মাসে, প্রতি দিনে কত টাকা খরচ হয়েছে, তারও হিসাব দিলেন বিদায়ী সাংসদ। হিসাব দেন, মাসে ডায়মন্ড হারবারে খরচ হয়েছে ৫৫৮ কোটি টাকা। সেখানে মাসে খরচ হয় ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা। তার নিরিখে ১ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ হয় প্রতি দিন।

আরও পড়ুন: আগামিকাল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি

অভিষেক দাবি করেন, গত ১০ বছরে তাঁর কেন্দ্রের জন্য নরেন্দ্র মোদি সরকার ১০ পয়সাও খরচ করেনি। অনেক কুৎসা, অপপ্রচার করা হয়েছে আমার ডায়মণ্ড হারবারকে নিয়ে। বহিরাগতরা এসে এই পবিত্র মাটিকে কলুষিত করার বারবার চেষ্টা করেছে। কিন্তু আমার ডায়মণ্ড হারবার পরিবারের প্রত্যেক মানুষ তাদের ষড়যন্ত্র-চক্রান্তকে প্রতিহত করে, উন্নয়নের হাতকেই বারংবার শক্ত করেছেন। তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি, নির্বাচন মিটে যাওয়ার ৬ মাসের মধ্যে আবাস যোজনার টাকার প্রথম কিস্তি আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তিনি আরও বলেন,

রবিবারের এই সভামঞ্চ থেকে একযোগে বাম-বিজেপিকে কটাক্ষ করতে শোনা গেল ডায়মন্ড হারবার কেন্দ্রের দু’বারের সাংসদ। তিনি বলেন, সিপিএম বিজেপির প্রার্থী হওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া উচিত ছিল। তা হলে লড়াইয়ের জন্য ভালো প্রার্থী দাঁড় করাতে পারত।  কেন্দ্রে কেন্দ্রীয় নেতাদের ভোটে লড়াই জন্য খানিকটা চ্যালেঞ্জের সুরে বলেন, এখনও মনোনয়ন শুরু হয়নি। সময় আছে, যদি কোনও কেন্দ্রীয় নেতা দাঁডাতে চান, তা হলে স্বাগত।

দেখুন ভিডিও 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23