বহরমপুর: কুম্ভকর্ণের ঘুম ভাঙল, মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। মঙ্গলবার বহরমপুরে দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেন অধীর। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধীর বলেন, মণিপুর দু’ভাগে বিভাজন হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদির উচিত ছিল মণিপুরে গিয়ে শান্তির বার্তা দেওয়া। সমস্ত দলকে মণিপুর গিয়ে শান্তির বার্তা দিতে আহ্বান জানিয়েছিল কংগ্রেস। কিন্তু সে কথায় কর্ণপাত করেন মোদি সরকার বলে দাবি করেন অধীর।
এদিকে আজই দিল্লির লালকেল্লায় ৭৭-তম স্বাধীনতা দিবস উদযাপনে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই তাঁর মুখে উঠে আসে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের প্রসঙ্গ। তিনি বলেন, মণিপুরে মা-বেটিদের উপর অত্যাচার চলছে। তবে মণিপুরে বর্তমানে শান্তি ফিরছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মণিপুরে মা-বেটিদের উপর অত্যাচার হয়েছে, স্বাধীনতা দিবসে মন্তব্য মোদির
তিনি আরও বলেন, মণিপুর-সহ বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। মণিপুরে মা-বেটিদের উপর অত্যাচার চলছে। তবে এখন সেখানে ধীরে ধীরে শান্তি ফিরেছে। গোটা দেশ মণিপুরের সঙ্গে আছে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সেই শান্তি বজায় রাখার চেষ্টা করবে। শান্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।
একইসঙ্গে মণিপুর হিংসা বেড়ে ওঠার পিছনে যে বিরোধীদের ভূমিকা রয়েছে, তা নিয়েও তোপ দাগেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, মণিপুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সেই মণিপুর প্রসঙ্গ ফিরল স্বাধীনতা দিবসের ভাষণে। এদিন ভাষণে প্রধানমন্ত্রী মেনে নে, মণিপুরের মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তবে ধীরে ধীরে সেই রাজ্য শান্তিও ফিরছে বলে জানান তিনি।